Table of Contents
আকাশ নিয়ে কবিতা
আকাশ হল ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে অবস্থিত অংশবিশেষ। বায়ুমণ্ডল এবং মহাশূন্যও এর অংশ। দিনের আলোয় আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। আর রাতের বেলায় আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মত মনে হয়। দিনের বেলায় মেঘ না থাকলে আকাশে সূর্য দেখা যায়। আর রাতের আকাশে (কখনও কখনও দিনেও) চাঁদ, গ্রহসমূহ এবং তারা দৃশ্যমান থাকে। মেঘ, রংধনু, অরোরা বা মেরুপ্রভা, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা আকাশে পরিলক্ষিত হয়।
ক্যাম্পাস প্রতিদিন এর নিয়মিত ভিজিটর দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আকাশ নিয়ে ক্যাপশন আলোচনা। এছাড়াও থাকছে প্রকৃতি নিয়ে ক্যাপশন, ক্যাপশন, বেস্ট ক্যাপশন বাংলা, বাংলা শর্ট ক্যাপশন, বাংলা ক্যাপশন, ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন, কাশফুল নিয়ে ক্যাপশন, ফেইসবুক স্ট্যাটাস ক্যাপশন, বাংলা রোমান্টিক ক্যাপশন, ক্যাপশন ফর ফেইসবুক, ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন, বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু যাক।
আকাশ নিয়ে উক্তি ও স্ট্যাটাস
জীবনের সুখের রহস্য হল- আকাশের দিকে মাথা তুলে মাটিতে পা রাখা।
তুমি হলে সেই রামধনু, যাকে দেখার জন্যে একটা জানালা লাগে না, একটা গোটা আকাশ লাগে।
মা বলতেন আকাশে কোথাও পরীরা আছে, আজও এই চোখ আকাশের পরীকে খোঁজে।
আকাশ আমার কাছে একটি অসীম চলচ্চিত্র। সেখানে কী ঘটছে তা দেখতে আমি কখনই ক্লান্ত হই না।
সমুদ্রের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আকাশ; আকাশের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আত্মার অভ্যন্তর।
আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি। নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দহীন সঙ্গীত শুনে আমার প্রাণ আনন্দিত হয়।
ছাদে বা মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার চেয়ে মজার কিছু নেই। সব কিছু ভুলে অন্য জগতে হারিয়ে যাওয়ার মজাই অন্যরকম।
সূর্য যেমন আকাশকে ভালোবাসে তেমনি আমিও তোমাকেও ভালোবাসি।
আপনি যদি কখনও হারিয়ে যান বা একা বোধ করেন, তাহলে আকাশের দিকে তাকান। তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে।
আপনার সম্ভাবনা আকাশের মতো সীমাহীন হতে পারে, যদি আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যান।
রোদেলা আকাশ নিয়ে ক্যাপশন
আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়,
শুধুমাত্র তারাগুলোকে দেখাতে
আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
ঐ যায় ভেসে।
আকাশের মতই অসীম
সাগরের মতই গভীর
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
দিয়ে প্রেমের আবির।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
নীল আকাশ ক্যাপশন
নীল আকাশ বলে উদার হও
সাদা মেঘ বলে ভেসে বেড়াও
মনের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে সেবা করো।
নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়
রোদ্র ছায়ার খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে হারায় !
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে ।
যেথায় শুধুই ভোরের আলো
সেই তো আমার আকাশ
আঁধার সেখানে ঠাঁই পায় না
শুধুই প্রেমের থাকে প্রকাশ ।
আকাশ নিয়ে ছোট ক্যাপশন
সমুদ্রের গন্ধ নাও এবং আকাশকে অনুভব করো, জীবনের মানে খুজে পাবে।
আকাশে তো মেঘ আসবেই, তাই বলে কি ঝড়ের ভয়ে ঘরে বসে থাকবে !
আমি আকাশ ভালোবাসি, কারণ আকাশের বিশালতা আমার মনকে বড় করে তোলে
আকাশের দিকে তাকাও তাহলেই তুমি রংধনু খুজে পাবে, না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে।
আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি কল্পনা।
আকাশ নিয়ে কবিতা
নীল আকাশ বলে উদার হও
ধবল মেঘ বলে ভেসে বেড়াও
অন্তরের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে যত্ন করো।
নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে উড়ে বেড়ায়
রোদ্রের কোলে খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে পালায় !
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার মূর্ছনা ধরে,
আমার জীবনে কেন বারেবারে
তাকেই মনে পড়ে ।
আকাশের মতই সীমাহীন
সমুদ্রের মতই গভীর,
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
ভালোবাসার তরীর।
আকাশে আজ স্বপ্নের খেলা
মনে মেঘের মেলা ,
হারালো সুর, বাঁধিল গান
ফুরালো যে বেলা।
আকাশ নিয়ে ছবির ক্যাপশন