বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করেছে। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকায়। যা ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা। নতুন দাম কার্যকর হবে আজ (বৃহস্পতিবার) থেকে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছিল।
সোনার অতীতের সব রেকর্ড অতিক্রম করে গত ১০ সেপ্টেম্বর বাজুস সোনার দাম বাড়িয়েছিল, যা ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
Table of Contents
আজকের সোনার দাম কত
ক্যাটাগরি | নতুন দাম (১ ভরি) | পুরাতন দাম (১ ভরি) | কমেছে/ বাড়িয়েছে (৳) |
২২ ক্যারেট | ৮৩,২৮১/- | ৮৪,৫৬৪/- | ১ ,২৮৩/- (কমেছে) |
২১ ক্যারেটে | ৭৯,৪৯০/- | ৮০,৭১৫/- | ১.২২৫/- (কমেছে) |
১৮ ক্যারেটে | ৬৮ ,১১৮/- | ৬৯,১৬৮/- | ১,০৫০/- (কমেছে) |
সনাতন পদ্ধতির স্বর্ণ | ৫৬,৪৫৪/- | ৫৭,৩৮৭ | ৯,৩৩/- (কমেছে) |
আজকের রুপার দাম ২০২২
ক্যারেট | নতুন দাম (১ ভরি) | পুরাতন দাম (১ ভরি) | কমেছে/ বাড়িয়েছে (৳) |
২২ ক্যারেট | ১,৫১৬/- | অপরিবর্তিত | অপরিবর্তিত |
২১ ক্যারেটে | ১,৪৩৫/- | অপরিবর্তিত | অপরিবর্তিত |
১৮ ক্যারেটে | ১,২২৫/- | অপরিবর্তিত | অপরিবর্তিত |
সনাতন পদ্ধতির রুপা | ৯৩৩/- | অপরিবর্তিত | অপরিবর্তিত |
বিশ্বের অর্থনৈতিক গতি ধারাবাহিকতা রাখতে সোনা, রূপা, হিরা সহ সব পণ্যসামগ্রীর বাজার মূল্য ওঠা-নামা করছে। বাংলাদেশও এর ব্যাতিক্রম হয়নি। দেশের বাজারে এর প্রভাব পরতে শুরু করায় গত কয়েকমাস ধরেই এসব পণ্যসামগ্রীর দাম ওঠা-নামা করছে।
বিশ্ব বাজার স্বাভাবিক হলে পণ্যসামগ্রীর একটি নির্ধারিত মূল্য স্থায়িত্ব পাবে বলে মনে করে দেশের অর্থনীতিবিদরা।