Eid MubarakFestival

ঈদুল আযহা ২০২৩ কত তারিখে – ঈদ উল আযহা ২০২৩

Eid ul Adha - ব্যানার, ছবি, পোষ্টার, উক্তি,ও মেসেজ

ঈদ মোবারক! ক্যাম্পাস প্রতিদিন এর সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমরা আমাদের আয়োজনে ঈদ মোবারক পিকচার, ঈদ মোবারক ছবি, ঈদ মোবারক ফটো কালেকশন, ঈদ মোবারক মেসেজ, ঈদ মোবারক উক্তি, ঈদ মোবারক অনুচ্ছেদ, ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদ মোবারক ফেসবুক স্ট্যাটাস প্রভৃতি বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বন্ধ-বান্ধব, আত্মীয়-স্বজন, দেশ-বিদেশের সকলের কাছে ঈদের শুভেচ্ছা জানায়। এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানাতে আপনাদের জন্যই আমাদের এই আয়োজন।

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে?

আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ ইসলামিক বিশ্বের পূর্ব দিকে( মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ) ২০ জুন ২০২৩ জিলহজ মাসের প্রথম দিন ধরা হবে এবং আগামী ২৯ জুন ২০২৩ ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদের শুভেচ্ছা

যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত। নতুন সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিন। ঈদ মোবারাক।

ডুবে যাবে বিশ্ববাসী আনন্দের সাগরে
রমজানের পরে চাঁদের পাল্কি চড়ে
এসেছে খুশির ঈদ সবার ঘরে ঘরে
মাহে রমজান জুড়ে রোজা রাখার পরে
ঈদের উল্লাস ছড়িয়ে যাবে হৃদয় জুড়ে
* Eid Mubarak *

ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে নামাজ পড়া
ঈদ মানে সালামি আর ঈদ মানে ঘোরা ফেরা
Eid মানে মিলন মেলা, ঈদ মানে খুশি
ঈদ মানে আনন্দ আর এক চিলতে হাসি
এই ঈদে হাসি ফুটুক তোমার মুখে
প্রার্থনা করি সারাজীবন থাকো তুমি সুখে
ঈদ মোবারক

ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ মুবারাক ভাই
বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায়
চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ।
eid mubarak

তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
Tomar জন্য সকল গোলাপ ও রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ,
এই ঈদ আনুক অনাবিল আনন্দ।

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি,
নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন । তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ । বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে । ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক

ঈদ আসতে 1 দিন বাকি…..! এতো খুশি কোথায় রাখি……! বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…! একটি বছর ঘুরে আসবে সেই দিন….! ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….! অনেকেই বিজি ঈদের কাজে….! আনান্দ টা সবার মাঝে…….!

আসমানী চাঁদ উঠলো হেসে
ভরে গেলো মন আবেশে
কালকে খুশির ঈদ হবে
শুভেচ্ছা জানাই ভালোবেসে!

চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় । ঈদ মোবারাক।

ঈদ শব্দের অর্থ কি?

ঈদ (প্রমিত বানান ইদ) শব্দটির অর্থ উৎসব। ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব দুটিকে ঈদ বলা হয়। যেখানে ঈদ মানে হল আনন্দ। এই দিনটিতে মুসলিমরা আনন্দ উৎযাপনের দিন হিসাবে পালন  করে।

মুসলিমরা মূলত বছরে দুইটি ঈদ পালন করে

  • ঈদুল ফিতর
  • ঈদুল আজহা

ইসলাম ধর্মানুযায়ী ঈদুল ফিতর এর ধর্মীয় সংজ্ঞা হলো, পবিত্র রমজানে ১ মাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে খুশী উদযাপন করা। ইসলাম ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় উৎসবটি ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ নামেও পরিচিত।ঈদুল আজহা এর মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা।

পবিত্র এই ঈদ এর শুভেচ্ছা জানাতে আমরা মূলত “ঈদ মোবারক” শব্দটি ব্যাবহার করি ।

Eid Mubarak Images

qurbani eid 2023

eid ul azha

eid ul adha

Qurbani Eid 2023

eid ul adha wishes

eid ul adha social media post

eid ul adha mubarak

Eid ul Adha Social Media Posteid ul adha islamic

eid ul adha 2023

Eid Background

eid mubarak status

eid mubarak photo

eid mubarak images

eid al adha

eid 2023 scaled

ঈদ মোবারক

ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। শাব্দিক অর্থে ঈদ মানে উদযাপন বা আনন্দ। আর মোবারক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যানময়। সুতরাং ঈদ মোবারক শব্দের অর্থ হচ্ছে আনন্দ/উদযাপন কল্যানময় হোক

ঈদ মোবারক শুভেচ্ছা

ঈদ মুসলমানদের সবচাইতে আনন্দঘন এবং সবচাইতে পবিত্র একটি অনুষ্ঠান। তিরিশ দিন রোজা রাখার পরেই হোক বা কোরবানি ঈদের পুরো মুসলমান সমাজের হৃদয়ে যেই সুখের ছোঁয়া বয়ে যায় সেই অনুভূতি কাউকে বলে বোঝানোর মত নয়।

আপনি কি ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে চান? তাহলে সবচেয়ে সহজ উপায় হল প্রিয়জনকে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা পাঠানো।

Eid Mubarak Quotes

eid mubarak messages

eid mubarak status 2022

Eid Quotes in English

eid mubarak status

eid mubarak messages 2022]

eid mubarak wishes messages 2022

ঈদ মোবারক স্ট্যাটাস

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস আমাদের জন্য খুবই দরকারি। কারন আমাদের Social Media এর বন্ধুদেরও তো ঈদের শুভেচ্ছা জানানো উচিত ঈদ মোবারক স্ট্যাটাস এর মাধ্যমে। এই ঈদের দিন গুলোতে আমরা চাই আমাদের আপনজনদের Eid Mubarak স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে।

ঈদুল আযহা বা কোরবানির ঈদ

ঈদ উল আযহা’র মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।

আমরা সকলেই জানি ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ আমরা সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে ভাগাভাগি করে নেই। যখন আমরা ঈদের চাঁদ দেখে জানতে পারি আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে ঠিক তখন থেকে আমরা ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেই। ঈদ অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে আমরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকি।

তবে বর্তমানে মানুষের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে এবং খোঁজখবর নিতে সরাসরি তাকে সেই মানুষের সঙ্গে দেখা করতে হয় না। ইন্টারনেট কানেকশন এবং ফোনের যুগে মানুষ ঘরে বসেই একে অন্যের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে পারে। তাছাড়া ফেসবুকের কল্যাণে আমরা বর্তমানে অনলাইনে সব সময় থাকি।

Eid Mubarak SMS

Sending wishes of peace this Eid

Eid Mubarak to you and your loved ones

Eid reminds us of just how delicious life can be

Eid Mubarak to you and your family

Here’s hoping for a fulfilling Eid after a long fast

May your Eid be sweet indeed

May Eid bring you and your loved ones all the delights you’ve been craving

Don’t forget to honor Allah this Eid

May Allah spoil you with blessings this Eid

I hope you make many happy memories this Eid

ঈদের আগের দিন থেকেই অনেক বন্ধু-বান্ধব ইনবক্সে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাতে শুরু করে।একজন ব্যক্তি যখন আপনাকে সুন্দর একটি পিকচার পাঠিয়ে দেবে তখন তাকেও সুন্দর একটি পিকচার পাঠিয়ে দেওয়া আপনার দায়িত্ব। এভাবেই ঈদ এর আনন্দ ও শুভেচ্ছা বার্তা সকলের মাঝে ছড়িয়ে পরুক।

সকলের জীবন ও মন থাকুক আনন্দময় ও খুশিতে ভরপুর।

Related Articles

Back to top button