এইচএসসি ফলাফল ২০২২ কত তারিখ দিবে?
এইচএসসি ফলাফল ২০২২ কত তারিখ দিবে?: আজকে আমরা এইচএসসি রেজাল্ট ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এইচএসসি রেজাল্ট কবে দিবে, এবং এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কেও আলোচনা করবো। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে। গত ২৯ জানুয়ারি সকালে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
Table of Contents
এইচএসসি ফলাফল ২০২২ কত তারিখ দিবে?
৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট সকাল ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরের মধ্যে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টার পর থেকে রেজাল্ট জানা যাবে।
আন্তঃশিক্ষা সমন্বয়ক সাব কমিটির সভাপতি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তাই, ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার ফল প্রকাশে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাই। সেটি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি নির্বাচন করে গত বৃহস্পতিাবর শিক্ষা মন্ত্রণালয়ে সম্মতির বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করায় আগামী ৮ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
২০২২ সালে এইচএসসিতে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে ২৮টি হয়। ২০২২ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কম অংশ নিয়েছে।
এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
এখন আমরা দেখবো কিভাবে খুব সহজে এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাই সেই নিয়ম, নিচে আমরা সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এখন, তো চলুন শুরু করা যাক….
- ধাপ ১: আপনার কম্পিউটার বা ফোনের ব্রাউজার থেকে থেকে দেশের ওয়েব বেজড পাবলিকেশন সিস্টেম https://eboardresults.com এ ঢুকে পড়ুন।
- ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে এইচএসসি HSC/Alim/ Equivalent নির্বাচন করুন।
- ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2022 সিলেক্ট করুন।
- ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
- ধাপ ৬: রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল Individual অপশন সিলেক্ট করুন।
- ধাপ ৭: আপনার Roll No, Registration No ও Security Key লিখে “Get Result” এ ক্লিক করুন
- ধাপ ৮: আপনার সামনে রেজাল্ট প্রদর্শিত হবে!
মোবাইলের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২
এইচএসসি রেজাল্ট ২০২২ পরীক্ষার ফলাফল আপনার মোবাইলে পেতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
HSC স্পেস আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস আপনার রোল নম্বর স্পেস 2022 আর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
উদাহরণঃ HSC DHA 123456 2022
- Dhaka Education Board: DHA
- Rajshahi Education Board: RAJ
- Chittagong Education Board: CHI
- Sylhet Education Board: SYL
- Dinajpur Education Board: DIN
- Jessore Education Board: JES
- Comilla Education Board: COM
- Mymensingh Education Board: MYM
- Barisal Education Board: BAR
- Technical Education Board: TEC
- Madrasah Education Board: MAD
এইচএসসি ফলাফল ২০২২ (ভিডিও)
রেজাল্ট দেখার সব চাইতে ভালো মাধ্যম হলো অনলাইন কিন্তু বন্ধুরা তোমাদের যে দিন রেজাল্ট প্রকাশ করা হয় যে দিন অধিক ভিজিটর এর কারণে রেজাল্ট দেখার ওয়েব সাইট গুলো সারভার ডাউন হয়ে যায় । তাই আমরা অনেক রেজাল্ট দেখতে পাইনা । কিন্তু তুমি যদি কিছু ক্ষণ পরে আবার চেষ্ঠা করো তাহলে রেজাল্ট দেখতে পারবে ।