News

এইচপিভি টিকা নিবন্ধন – এইচপিভি টিকা কার্ড ডাউনলোড

দেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত প্রায় ৫ হাজার নারী মারা যান। আর প্রতিবছর লাখে ১১ জন নারী এ ক্যানসারে আক্রান্ত হন। দেশে নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে।

এইচপিভি টিকা কি

এইচপিভি টিকা বা হিউম্যান পেপিলোমা ভাইরাস টিকা হলো জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের হাত থেকে মুক্তির টিকা। দেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত প্রায় ৫ হাজার নারী মারা যান। আর প্রতিবছর লাখে ১১ জন নারী এ ক্যানসারে আক্রান্ত হন। দেশে নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জরায়ুমুখ ক্যানসার।

এইচপিভি টিকা নিবন্ধন করার নিয়ম

ধাপ ০১:
প্রথমে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ধাপ ০২:
এরপর “নিবন্ধন করুন” অপশনে ক্লিক করতে হবে।

এইচপিভি টিকা নিবন্ধন

ধাপ ০৩: 
ডিজিটাল জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন সনদ নম্বর, লিঙ্গ পূরণ করে ক্যাপচা কোড টি সাবমিট করলে জন্ম নিবন্ধনের সকল তথ্য এখানে আসবে। তথ্য সঠিক হলে একটি সচল মোবাইল নাম্বার দিন। এরপর পর্যায়ক্রমে বিভাগ, জেলা, থানা, পৌরসভা/ইউনিয়ন, ওয়ার্ড তথ্য গুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

hpv vaccine registration

 

ধাপ ০৪:
নতুন একটি পেজ আসবে। আপনার প্রদানকরা সচল মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার OTP আসবে। OTP দিয়ে সাবমিট করুন। hpv vaccine in Bangladesh

ধাপ ০৫: 
ড্যাশবোর্ড থেকে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে টিকা নিতে চান তাহলে তাহলে বাম পাসের বক্সে ক্লিক করুন। আর যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন নন কিন্তু টিকা দিতে চান তাহলে দান পাসের বক্সে ক্লিক করুন।

hpv vaccine registration bd

এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করুন

ধাপ ০৫: 
এরপর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইপিআই টিকাদান কেন্দ্রের তথ্য পূরণ করে আপনার টিকা কার্ড সংগ্রহ করুন।এইচপিভি টিকা রেজিস্ট্রেশনএইচপিভি টিকার আবেদন

টিকা গ্রহণের সুবিধা

  • বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ।
  • এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে।
  • ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর।
  • জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট।
  • এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

টিকা গ্রহণের স্থান

  • ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী – অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে।
  • শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরী – ইপিআই টিকাদান কেন্দ্রে।

HPV টিকা কত বছর বয়স পর্যন্ত দেওয়া যায়

    • ৫ম থেকে ৯ম শ্রেণি অথবা সমমানে অধ্যয়নরত ছাত্রী।
    • শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরী।
  • টিকার ডোজ সংখ্যা

Related Articles

Back to top button