Festivalক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন

কাশফুল নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ, কবিতা, ছবি, ক্যাপশন

কাশফুল! কার না পছন্দের এই ফুল। কাশফুল জানান দেয় আজ বুঝি শরৎ এল। বর্ষা কালের স্যাঁতসেতে পরিবেশ ছেড়ে আগমন ঘটে শরৎ কালের। শরৎ মানেই যেন কাশফুলের মিলন মেলা এবং পত্রঝরা বৃক্ষের পাতার ঝরে যাওয়া।

ক্যাম্পসা প্রতিদিনের ভিজিটরদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি শরৎ এর কাশফুল নিয়ে কিছু কথা। আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হন তাহলে আজকের লেখা গুলো একান্তই আপনার জন্য।

কাশফুল নিয়ে উক্তি

কাশফুলের সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই অজানায় ।

কাশফুল!কাশফুল !আজ তোমার ছুটি চল তাহলে আজ আমার সাথে বাড়ি ।

সাদা রঙের কাশ দিল আজ ছুটি কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।

 

সাদা শুভ্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এল শরৎ।

নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।

 

কাশ ফুল মানে শরতের একটি সুন্দর কাল ।

ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।

 

কাশফুল মানেই শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা ।

ওগো,! তোমার ছোঁয়া পেলে কাশফুল যেন নতুন রূপে সজ্জিত হয় ।

 

প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।

কাশফুল নিয়ে কবিতা

উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে
মৃদুমন্দ পূবালী বায়

পুচ্ছ তোলা পাখির মতো
কাশবনে এক কন্যে,
তুলছে কাশের ময়ূর চূড়া
কালো খোঁপার জন্যে

 

শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!

আগমনী সুর বেজে উঠেছে
সাদা কাশফুল উড়ছে আকাশে
মনটা খুঁজে তোমার ছায়া
এই সশরৎ এর অশ্বিন মাসে

 

তোমার হাতে বন্দী আমার
ভালোবাসার কাশ,
তাই তো আমি এই শরতে
তোমার ক্রীতদাস

কাশফুল নিয়ে ছবি

পিক

kashful pic

নিয়ে কবিতা

নিয়ে ক্যাপশন ইংলিশ

নিয়ে ক্যাপশন কবিতা

নিয়ে ছবি

নিয়ে ক্যাপশন

kashful background

Related Articles

Back to top button