নিয়ম সমূহ

নগদ একাউন্ট খোলার পদ্ধতি – New Account Offer

নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad Code | নগদ একাউন্ট কোড

আসসালামুয়ালাইকুম। ক্যাম্পাস প্রতিদিন এর নিয়মিত ভিজিটরদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জানবো ও জানাবো ইনশাআল্লাহ্‌। তো চলুন নগদ একাউন্ট দেখার নিয়ম ও নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করা যাক।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি

নগদ একাউন্টও দুইভাবে খুলতে পারবেন। প্রথমত *167# ডায়াল করে, দ্বিতীয়ত, নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে। নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক!

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা দেখুন এখানে…

#NID বা ন্যাশনাল আইডি কার্ড ছাড়াই নগদ একাউন্ট খোলার নিয়ম

  • নগদের ডায়াল কোড *167# লিখে ডায়াল করুন (যে নাম্বারে নগদ একাউন্ট রয়েছে সেই সিম থেকে)
  • আপনার একাউন্ট নিরাপত্তার জন্য ৪ ডিজিটের পিন সেট করুন (সংখ্যায় যেমন, 3412)
  • পুনরায় একই পিন লিখে send অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে দুইটা অপশন আসবে
    1. যদি একাউন্টে থাকা টাকা থেকে লাভ নিতে চান, তবে 1 লিখুন
    2. লাভ নিতে না চাইলে 2 লিখে Send করুন
  • এবার আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ আসবে। ব্যাস, হয়ে গেল আপনার নগদ একাউন্ট!

তাহাজ্জুদ নামাজের নিয়ম ও ফজিলত দেখুন এখানে…

# নগদ অ্যাপ দিয়ে একাউন্ট খোলার পদ্ধতি:

  1. প্রথমে Nagad App ইনস্টল করে নিন
  2. অ্যাপ ওপেন করলে নাম্বার দেওয়ার অপশান আসবে, আপনার মোবাইল নাম্বার লিখুন
  3. এবার পিন দেওয়ার অপশন দেখতে পাবেন। চার ডিজিটের (সংখ্যা) পিন দিন
  4. এবার আপনার কাছে একটি OTP আসবে, যা লিখে দিতে হবে
  5. এনআইডি কার্ড এর দুইপাশের ছবি তুলুন
  6. আপনার নিজের সেলফি তুলে জমা দিন
  7. ব্যাস! হয়ে গেল আপনার নগদ একাউন্ট।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখা বলতে আমরা সাধারণ অর্থে একাউন্টের ব্যালেন্স জানাকেই বুঝি। বিকাশ এবং রকেটের আধিপত্য ভেঙ্গে কম খরচে নানা রকম নতুন সুবিধা নিয়ে আসায় নগদ এর উপর আস্থা বাড়ছে। নগদে যেহেতু অনেক সার্ভিস পাওয়া যাচ্ছে, তাই nagad account দেখার নিয়ম বলতে শুধুমাত্র নগদে কত টাকা আছে অর্থাৎ, নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নয়।

নগদ একাউন্ট দেখার ২ টি নিয়মঃ 

  1. প্রথমত, USSD সিস্টেম: অর্থাৎ নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করে।
  2. দ্বিতীয়ত, নগদ অ্যাপ দিয়ে একাউন্টে প্রবেশ করে।
    সরকারের ছুটির তালিকা ২০২৩

*167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

  • নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করুন।
  • ডায়াল করার পর নিচের ছবির মতো একটি পেজ আসবে, যেখানে ৮টি অপশন রয়েছে।

image

  • Cash Out – টাকা উঠানোর অপশন
  • Send Money – কাউকে টাকা পাঠানোর জন্য ( এক একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে টাকা পাঠাতে পারবেন)
  • Mobile Recharge – বাংলাদেশের যেকোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন
  • Payment – বিভিন্ন কেনাকাটায় অনলাইন পেমেন্ট সিস্টেম থাকে যেখানে নগদের এই অপশন দিয়ে পে করা যায়
  • Bill Pay – বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি, ব্যাংক, ইন্টারনেট, ইত্যাদি বিল পরিশোধ করা যায়
  • Shadhin Pay / MFI – বিভিন্ন ভলান্টিয়ার সংগঠনে অনুদান করতে পারবেন
  • My Nagad – ব্যালেন্স দেখার জন্য এই অপশন সিলেক্ট করতে হয়
  • Pin Reset – আপনার একাউন্টের নিরাপত্তার জন্য পুরাতন পিন (পাসওয়ার্ড) পরিবর্তন করতে এই অপশন সিলেক্ট করতে হবে।

নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম

  • নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম হলো *167# ডায়াল করা। অর্থাৎ, আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য নগদ কোড *167# ডায়াল করুন।
  • এরপর 7 লিখে Send অপশনে চাপ দিন।
  • নতুন অপশন আসার পর 1 লিখে Send বাটনে ক্লিক করুন।
  • Enter Pin অপশনে আপনার ৪ ডিজিটের পিন ইংরেজি অক্ষরে লিখে Send করুন।

ব্যাস, এবার আপনার নগদ একাউন্টে কত টাকা আছে তা সামনে চলে আসবে।

নামাজ

Nagad App দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

যেকোনো সময় অ্যাপে লগইন করে নগদ একাউন্টের যাবতীয় তথ্য দেখা ও লেনদেন করতে পারবেন।

image

নগদ একাউন্ট চেক করার জন্য আপনার নগদ অ্যাপটি ওপেন করে ৪ ডিজিটের পিন দিয়ে লগইন করুন। লগইন করার নিচের ছবির মতো একটি পেজ চলে আসবে যেখানে, আপনার সকল প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

image

  • Tap Balance : অপশনে ক্লিক করলে নগদ একাউন্টে কত টাকা আছে তা জানতে পারবেন।
  • Send Money : এখানে ক্লিক করে অন্য কোনো ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবেন।
  • Cash Out : নগদ থেকে টাকা উঠানোর জন্য এখানে ক্লিক করতে হবে।
  • Mobile Recharge : নগদ থেকে রিচার্জ করতে পারবেন।
  • Add Money : ব্যাংক কিংবা কার্ড থেকে টাকা নিয়ে আসতে পারবেন।

এছাড়াও নিচের লাইনে রয়েছে বিভিন্ন বিল পে, মারচেন্ট পে, ডোনেট ও ইনকাম ট্যাক্স দেওয়ার সুযোগ।

Related Articles

Back to top button