16 DecemberFestival

১৬ ডিসেম্বর পোস্টার ডিজাইন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা (স্ট্যাটাস, উক্তি, কবিতা, ছবি)

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা: বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

বিজয়ের হাসির পিছনে রয়েছে লাখ লাখ শহীদের রক্ত, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে।

অনেক অনেক ধৈর্যের বিনিময়ে অর্জিত বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

বিজয় এলো বাংলাদেশের পাখির গানে গানে, সেই কথাটি একটি পাখি বললো কানে কানে।

ওরা আসবে চুপি চুপি,

যা এই দেশটা কে ভালোবেসে দিয়ে গেছে প্রান

সব ক’টা জানালা খুলে দাও না!

আমি গাইবো গাইবো বিজয়ের ই গান।

বিজয় শুভেচ্ছা শুভেচ্ছা।

লোক থেকে লোকান্তরে আমি স্তব্ধ হয়ে শুনি,

আহত মায়ের কন্ঠে জরানো বিজয়ের ইতিহাস।

১৬ ডিসেম্বর পোস্টার

16 december 50 years

16 december 1971

16 december 2022

16 december bangladesh

 

16 december banner 2022

16 december banner background

16 december banner png

16 december banner

16 december drawing

16 december er kobita

১৬ই ডিসেম্বর মহার বিজয় দিবসের উক্তি

সহিংসতা দ্বারা বিজয় অর্জন ক্ষনিকের জন্য হলেও পরাজয়ের সমতুল্য-মহাত্মা গান্ধী।

বিজয় হলো সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তা স্বীকৃতি দেয়া- টমি হিলফিগার।

সহজ বিজয় সস্তা। যারা কেবল লড়াইয়ের ফলস্বরূপ আসে তারাই মূল্যবান-হেনরি ওয়ার্ড বিচার।

জীবনে বিজয়ের জন্য আমাদের লক্ষতে মনোনিবেশ করতে হবে-ল হোল্টেজ।

গতকালকের পরাজয় আআগামীকালের বিজয়-ক্রিস্টিনা এংগেলা।

বিজয় কেবল তাদের তৈরির জন্য আসে,এবং এটি গ্রহনের জন্য-টম ক্লানসি।

বাংলাদেশ এসেছে বাংলাদেশ থাকবে-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বিজয় তখন আরও বেশি অর্থবহ হয় যখন্ তা কেবল একজনের কাছ থেকে আসে না,অনেকের সম্মিলিত সাফল্য থেকে আসে-হাওয়ার্ড শুল্টজ।

বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে তারপর যুদ্ধ করে।পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধ করে তার তারপর জয়ের চেষ্টা করে-সান তজু.

পরাজয়ের বিরুদ্ধে জয় রক্ষার। জন্য বিজয়ী আইন তৈরি করেন- টোবা বিটা।

বিজয় দিবসের এসএমএস – Victory Day SMS 2022

বিজয় দিবসে শুভেচ্ছা বার্তা হিসেবে SMS গুলা পাঠাতে পারেন

♦ বিজয় আমাকে পথ দেখিয়েছে , দিয়েছে বাচাঁর আশ্বাস। আমি বিজয়ের গান গাই ,

আমি স্বাধীনতা কে চাই । আমি বিজয়ের পতাকা ধরে , সারাটি পথ পাড়ি দিতে চাই

। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

♦ আপনার সম্মান তখন বাড়বে। যখন বিদেশে গিয়ে আপনি নিজের দেশের সম্মান

বাড়াতে পারবে। আর গর্বিতভাবে বলতে পারবেন, আমি বাংলাদেশী।

♦ আমরা লক্ষ কন্ঠে সোনার বাংলায় খুঁজে পাই প্রাণের আশা, তাই প্রশ্নবিদ্ধ

স্বাধীনতাকে উত্তরই মেলাবার আজই তো সময়- সবাইকে জানাই বিজয় দিবসের

শুভেচ্ছা ।

বিজয় দিবসের কবিতা 2022

বিজয় ফুল

আয় বন্ধু খুশি মনে

ইশকুলেতে যাই

ইশকুলেতে গিয়ে মোরা

‘বিজয় ফুল’ বানাই।

বিজয় ফুলের মানে

এসো, তুমি আমি জানি

ছয় পাঁপড়ি ছয় দফা

মাঝে উজ্জ্বল ৭ মার্চ খানি।

বিজয় ফুল পড়ি বুকে

মুক্তিযুদ্ধের চেতনায়

বঙ্গবন্ধুর সোনার বাংলা

গড়ে তোলার বাসনা

– সাকিব জামাল

মুক্তির ছড়া

আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ
সবুজ সোনালি ফিরোজা রুপালি, রূপের নাই তো শেষ
আমি তো মরেছি যতবার যায় মরা
নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া
এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের
হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের

বিজয় এলো পাখির গানে
“মইন মূর্সালিন”

বিজয় এলো বাংলাদেশে পাখির গানে গানে
সেই কথাটি একটি পাখি বললো কানে কানে
পাখির গানে মুগ্ধ হয়ে যুদ্ধ হলো শেষ।
পাখির ডানায় লেখা ছিলো স্বাধীন বাংলাদেশ
স্বাধীন দেশের সেই সে পাখি হারিয়ে গেছে ভীড়ে
বিজয়ের দিনে আয়না বন্ধু, আয়না আবার ফিরে
বিজয়ের দিনে আয়না বন্ধু,আয়না আবার ফিরে।

মহান বিজয় দিবসের ছবি – Bijoy Diboser Chobi

2 বিজয় দিবসের শুভেচ্ছা

bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 1 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 1

16 December Banner
bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 1 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 2 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 2

16 December Image

bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 3 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 3 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 4

Victory Day 2022 Photos

bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 5 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 6 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 7

bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 8 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 9

bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 10 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 11
bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 12 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 13 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 14
bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 15 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 16 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 17 bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 18

bijoy dibosh pic বিজয় দিবস ২০২১ বিজয় দিবসের ছবি মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২১ 16 December Bijoy Dibos 19

photoshop crack mac

advanced systemcare 11.5 serial key

Related Articles

Back to top button