Table of Contents
২৬ মার্চ স্বাধীনতা দিবস
২৬ শে মার্চ। বাঙ্গালির জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৪৭ সালে দীর্ঘ ১৯০ বছর এর ইংরেজ শাসন আমলের অবসান হলে পাকিস্তানের হাতে ভারতবর্ষের তথা বাংলাদেশের ( তৎকালীন পূর্ব পাকিস্তান) সকল রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ আর্থসামাজিক সকল অধিকার পাকিস্থানিদের হাতে ন্যস্ত থাকে।
পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণেরা পাকিস্থানিদের স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়। যার ফলে ১৯৭১ সালের ২৫শে মার্চে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাপিয়ে পরে পাকিস্থানি হানাদার বাহিনী। ঐদিন তারা এক বর্বর হত্যাযজ্ঞ চালায়।
মহান স্বাধীনতা দিবসের কবিতা
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না – গোবিন্দ হালদার
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে – মহাদেব সাহা
যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। – শামসুর রাহমান
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর – জীবনানন্দ দাশ
আমি আমার নিজের দেশ নিয়ে অসম্ভব রকম আশাবাদী৷ আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইব৷ এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইব৷ এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইব- হুমায়ূন আহমেদ
এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৬ শে মার্চ ড্রয়িং