
২৬ মার্চ স্বাধীনতা দিবস
২৬ শে মার্চ। বাঙ্গালির জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৪৭ সালে দীর্ঘ ১৯০ বছর এর ইংরেজ শাসন আমলের অবসান হলে পাকিস্তানের হাতে ভারতবর্ষের তথা বাংলাদেশের ( তৎকালীন পূর্ব পাকিস্তান) সকল রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ আর্থসামাজিক সকল অধিকার পাকিস্থানিদের হাতে ন্যস্ত থাকে।
পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণেরা পাকিস্থানিদের স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়। যার ফলে ১৯৭১ সালের ২৫শে মার্চে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাপিয়ে পরে পাকিস্থানি হানাদার বাহিনী। ঐদিন তারা এক বর্বর হত্যাযজ্ঞ চালায়।
২৬ শে মার্চ কবিতা
২৬ মার্চ তুমি একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলা মায়ের আকাশ পাড়ে, তোমার জন্যই আজি বইছে আনন্দ, উল্লাস স্নেহ মাখা বাংলার হৃদয় জুড়ে। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার
তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ ৷তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি,আমার বাংলাদেশ
একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ
স্বাধীনাতা তুমি ” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা
এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…” — বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়– স্বাধীনতা দিবস সফল হোক
২৬ মার্চ ব্যানার


