Government JobNews

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা

Sorkari Chutir Talika 2023

সরকারি ছুটির তালিকা

২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (১ নভেম্বর) তালিকাটি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২৩ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ০৮ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ২০২৩ সালেও বরাবরের মতো সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি আটদিন।

ঐচ্ছিক ছুটি

মুসলিম পর্বঃ

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে-

  • ১৯ ফেব্রুয়ারি শবে মেরাজ,
  • ২৪ এপ্রিল ঈদুল ফিতরের তৃতীয় দিন,
  • ০১ জুলাই ঈদুল আজহার তৃতীয় দিন,
  • ১৩ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং
  • ২৭ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।

হিন্দু পর্বঃ

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে-

  • ২৬ জানুয়ারি সরস্বতী পূজা,
  • ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত,
  • ৭ মার্চ দোলযাত্রা,
  • ১৯ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব,
  • ১৪ অক্টোবর মহালয়া,
  • ২২ ও ২৩ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী ও নবমী),
  • ২৮ অক্টোবর লক্ষ্মীপূজা এবং
  • ১২ নভেম্বর শ্যামাপূজা।

খ্রিস্টান পর্বঃ

খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে-

  • ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ,
  • ২২ ফেব্রুয়ারি ভস্ম বুধবার,
  • ৬ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার,
  • ৭ এপ্রিল পূণ্য শুক্রবার,
  • ৮ এপ্রিল পূণ্য শনিবার,
  • ৯ এপ্রিল ইস্টার সানডে এবং
  • ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

বৌদ্ধ পর্বঃ

ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে-

  • ৫ ফেব্রুয়ারি মাঘীপূর্ণিমা,
  • ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি,
  • ১ আগস্ট আষাঢ়ী পূর্ণিমা,
  • ২৮ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং
  • ২৮ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐচ্ছিক ছুটিঃ

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে- ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

নির্বাহী আদেশে ছুটি

  • ৮ মার্চ শবে বরাত,
  • ১৪ এপ্রিল বাংলা নববর্ষ,
  • ১৯ এপ্রিল শবে কদর,
  • ২১ এবং ২৩ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন,
  • ২৮ এবং ৩০ জুন ঈদুল আজহার আগে ও পরের দুইদিন এবং
  • ২৯ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

সাধারণ ছুটি

  • ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
  • ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস,
  • ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস,
  • ২১ এপ্রিল জুমাতুল বিদা,
  • ২২ এপ্রিল ঈদুল ফিতর,
  • পহেলা মে মে দিবস,
  • ৪ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা),
  • ২৯ জুন ঈদুল আজহা,
  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস,
  • ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী,
  • ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.),
  • ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী),
  • ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং
  • ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

সরকারি ছুটির তালিকা ২০২৩ ক্যালেন্ডার

image

image

image

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker