15 AugustFestival

15 August Banner – Free Download

১৫ আগস্ট জাতীয় শোক দিবস

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস বাংলাদেশে একটি সরকারি ছুটির দিন। জাতির প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, যিনি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন,শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ‘জাতির জনক’ হিসেবে পরিচিত। প্রায়শই ‘মুজিব’ বা ‘শেখ মুজিব’ হিসাবে উল্লেখ করা হয়, তাকে স্বাধীন জাতি, বাংলাদেশের প্রধান স্থপতি হিসাবে বিবেচনা করা হয়। ২০০৪ সালের বিবিসি জরিপে, মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই অন্ধকার রাতে নৃশংস ঘাতকরা সমগ্র বাঙালি জাতির নজিরবিহীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা, জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামালকে হত্যা করে। জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধু শেখ নাসেরের ভাই, এসবি সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একযোগে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসভবনে হামলা চালিয়ে শেখ ফজলুল হককে হত্যা করে।

মনি, তার গর্ভবতী স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর শ্যালক আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা চালিয়ে সেরনিয়াবাত ও তার মেয়ে বেবী, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাই সজিব সেরনিয়াবাতের ছেলে ও আত্মীয় বেন্টু খানকে হত্যা করে। সেই নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে জাতি গভীর সমবেদনা ও শ্রদ্ধায় স্মরণ করে ও প্রতি ১৫ই আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস।

জাতীয় শোক দিবস কত তারিখ

২০২৩ সালের জাতীয় শোক দিবস পালিত হবে
ইংরেজিঃ ১৫ আগস্ট ২০২৩
বাংলাঃ ৩১ শ্রাবণ ১৪৩০ খ্রিঃ
আরবিঃ ২৭ মহররম ১৪৪৫ হিজরি
বারঃ মঙ্গলবার

১৫ আগস্টের ফেসবুক স্ট্যাটাস

হাজার সালাম তোমার তরে হে মুজিব
তুমি ছিলে,তুমি আছো,তুমি রবে
বাঙালির হৃদয় জুড়ে।

 

“তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ,
মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ”

আজ লাল সবুজের উরন্ত পতাকা তোমার রেখে যাওয়া অবদান,
বাংলার মানুষ হাজার বছরেও ভুলবেনা তোমার এই দান

 

যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
– হাসান মতিউর রহমান

 

“”তুমি জন্মছিলে বলেই
জন্ম নিয়েছিল দেশ ,
মুজিব তোমার আরেকটি নাম
স্বাধীন বাংলাদেশ……….।””

 

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

মুজিব একটি জাতির পতাকা
ব-দ্বীপ সমৃদ্ধ মানচিত্রের ব্যাকুলতা
মুজিব মানে জয় বাংলা পুষ্ট স্লোগান
রক্ত-ঋণে অর্জিত স্বাধীনতা

 

“যতদিন রবে পদ্মা, মেঘনা
যমুনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

 

যতদিন এই দেশের মাটিতে
একটি মানুষ থাকবে
ততদিন ধরে বঙ্গবন্ধু
তোমাকেই মনে রাখবে

15 August Banner

15 august bangladesh

 

15 august banner design

 

15 august banner

15 august facebook post

 

15 august national mourning day banner

15 august post design

15 august poster bangladesh

 

15 august shok dibosh picture

 

15 august shok dibosh

15 august social media post

15 August Banner Design

১৫ আগস্টের পোস্টার

 

15 august 1975 bangladesh history

15 august bangladesh in bangla

 

Bangabandhu Sheikh Mujibur Rahman

15 august 2022

জাতীয় শোক দিবস অনুচ্ছেদ

“হে বীর, হে মহানায়ক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
তুমি মরতে পারো না “ তুমি যে বঙ্গবন্ধু”

 

মুক্তিযুদ্ধ- স্বাধীন বাংলা
বীর বাঙালির আত্মার সুর
বাংলাদেশের প্রাণে-প্রান্তরে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর

 

আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।
– ফিদেল কাস্ত্রো

কে জ্বেলেছে লক্ষ প্রাণে
স্বদেশ প্রেমের আগুন
কে এনেছে বাংলাদেশে
স্বাধীনতার ফাগুন!

 

মুজিব মানে দেশপ্রেম
মুজিব মানে মুক্তি
মুজিব হলেন বঙ্গবন্ধু
ভালবাসার উক্তি

সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।

– সাদ্দাম হোসেন

 

Related Articles

Back to top button