21 FebruaryFestival

২১ শে ফেব্রুয়ারি ছবি, অনুচ্ছেদ, ব্যানার, স্লোগান, পোস্টার ডিজাইন

২১ ফেব্রুয়ারি -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়। জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যেএ দিবস ‘১৯৫২ সালের একুশে ফ্রেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

২১ শে ফেব্রুয়ারি ছবি ও ব্যানার ডিজাইন

21 february 21st

21 february bangladesh

21 february banner 21 february ekushey 21 february language day

21 february mother language day 21 february pic 2023

21 february status 21 february wish pic

21 february অমর একুশে 21 february আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 february একুশে ফেব্রুয়ারি

21 february অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস

মাতৃভাষা দিবস

২১ ফেব্রুয়ারি কবিতা

আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!

 

এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?

সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি

একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।

বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
রক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।

 

তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
রক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।

বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
রক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।

 

যদি এই ভাষাটা না থাকত

তবে এত কাব্য এত কবিতা কে লিখত।

যদি এই ভাষাটা না থকত

তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।

যদি এই ভাষাটা না থাকত

তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।

সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।

 

যে ভাষার জন্য আমাদের এত গৌরব

যে ভাষার জন্য এত রক্তপাত

যে ভাষা আমাদের করেছে এত মহান

সেই ভাষা শহীদদেরকে কি মোরা

ভুলিতে কখনো পারি!

মনে পরে ৫২ এর কথা,

মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা।

যখন হারিয়েছি ভাইদের,

দিয়েছে রক্ত ভাষার জন্যে।

 

২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

line

সরাসরি দেখুন: ২১ ফেব্রুয়ারি অনুচ্ছেদ

line

সরাসরি দেখুন: ২১ শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন

line

সরাসরি দেখুন: ২১ শে ফেব্রুয়ারি পোস্টার

line

সরাসরি দেখুন: 21 February Pic

line

সরাসরি দেখুন: ২১ ফেব্রুয়ারি স্লোগান 

line

সরাসরি দেখুন:  ২১ ফেব্রুয়ারি কবিতা

line

সরাসরি দেখুন: 21 February Facebook Status

line

Related Articles

Back to top button