
২৬ মার্চ স্বাধীনতা দিবস
২৬ শে মার্চ। বাঙ্গালির জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৪৭ সালে দীর্ঘ ১৯০ বছর এর ইংরেজ শাসন আমলের অবসান হলে পাকিস্তানের হাতে ভারতবর্ষের তথা বাংলাদেশের ( তৎকালীন পূর্ব পাকিস্তান) সকল রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ আর্থসামাজিক সকল অধিকার পাকিস্থানিদের হাতে ন্যস্ত থাকে।
পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণেরা পাকিস্থানিদের স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়। যার ফলে ১৯৭১ সালের ২৫শে মার্চে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাপিয়ে পরে পাকিস্থানি হানাদার বাহিনী। ঐদিন তারা এক বর্বর হত্যাযজ্ঞ চালায়।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ নারীর আত্মত্যাগের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।
২৬ মার্চ ব্যানার


