আর্জেন্টিনা বনাম ইতালি লাইভ খেলা | Argentina vs Italy Live Streaming
আর্জেন্টিনা বনাম ইতালি লাইভ খেলা | Argentina vs Italy Live Streaming: আর্জেন্টিনা বনাম ইতালি লাইভ খেলা | আর্জেন্টিনা বনাম ইতালির ম্যাচ সরাসরি লাইভ দেখুন ঘরে বসে: আপনারা যারা আর্জেন্টিনা বনাম ইতালির ফাইনালিসিমা ম্যাচ সরাসরি লাইভ দেখতে চান ঘরে বসে, তাদেরকে উক্ত আর্টিকেলে স্বাগতম । কারণ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আজকে আপনাদের সামনে শেয়ার করব । যে, আপনি কিভাবে আজকের আর্জেন্টিনা বনাম ইতালি ফাইনাল ম্যাচ সরাসরি লাইভ দেখতে পারবেন । আমরা জানি যে, ফুটবল সারা বিশ্বে জনপ্রিয় এবং এক নাম্বার একটি খেলা । যার জনপ্রিয়তা অন্যান্য সকল খেলার চেয়ে বেশি । যার কারণে ফুটবলের উন্মাদনা বাংলাদেশ অন্যান্য দেশে কিছুটা তুলনামূলকভাবে বেশি
Table of Contents
আর্জেন্টিনা বনাম ইতালি লাইভ খেলা
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রোমাঞ্চ শেষ না হতেই শুরু আরেক মহাযুদ্ধের উত্তাপ। লা ফিনালিসিমায় মুখোমুখি হবে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল ইতালি ও আর্জেন্টিনা। ওয়েম্বলির লড়াইয়ের জন্য প্রস্তুত ইতালি ও আর্জেন্টিনা। এ ম্যাচের পরই আজ্জুরিদের জার্সি তুলে রাখবেন জর্জিও কিয়েল্লিনি। আর আর্জেন্টিনা চাইবে তাদের অপরাজিত থাকার রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে।
২০২১ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২০ ইউরোর শিরোপাধারী ইতালি লড়বে এই ঐতিহাসিক ম্যাচে। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে। ম্যাচের টিকিট ছাড়ার কয়েকঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
ইতালির বিপক্ষে মহাযুদ্ধের প্রস্তুতিটা স্পেনে সেরেছে আলবিসেলেস্তেরা অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে অনুশীলন করে মঙ্গলবার লন্ডনে পৌছায় মেসি-ডি মারিয়ারা। তবে ইতালি নিজ দেশেই প্রস্তুতি নিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না আজ্জুরিরা। সে আক্ষেপ মেটানোর সুযোগ ইউরো চ্যাম্পিয়নদের সামনে।
আর্জেন্টিনা বনাম ইতালির ম্যাচ সরাসরি লাইভ দেখুন
এদিকে ক্যারিয়ারের শেষটা শিরোপা উৎসবে রাঙাতে চান ইতালি অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। তবে তার স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা যে লিওনেল মেসি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জয়ের হুংকার আগেই যে দিয়ে রেখেছেন এলএমটেন।
বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনা ও ইতালির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুন ২০২২ অর্থাৎ ১ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট বাংলাদেশ সময় আর ভারতীয় সময় ১২ টা ২৫ মিনিটে।
যে সব টিভি চ্যানেলে দেখা যাবে আর্জেন্টিনা বনাম ইতালি ম্যাচঃ ফাইনালিসিমা আর্জেন্টিনা বনাম ইতালি ম্যাচটি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাতে Sony Pictures Sports Network এর মাধ্যমে Sony TEN 1 এবং Sony TEN 1HD চ্যানেলে লাইভ দেখানো হবে।
এছাড়া প্রিমিয়াম গ্রাহকদের জন্য লাইভ স্ট্রিমটি Sony LIV-তে সাবস্ক্রাইব করে দেখা যাবে।