Table of Contents
বেস্ট বাংলা ক্যাপশন
ক্যাম্পাস প্রতিদিন এর নিয়মিত ভিজিটর দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমরা বাংলা ক্যাপশন এর বিপুল সমাহার নিয়ে উপস্থিত হয়েছি। এছাড়াও থাকছে প্রকৃতি নিয়ে ক্যাপশন, ক্যাপশন, বেস্ট ক্যাপশন বাংলা, বাংলা শর্ট ক্যাপশন, বাংলা ক্যাপশন, ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন, কাশফুল নিয়ে ক্যাপশন, ফেইসবুক স্ট্যাটাস ক্যাপশন, বাংলা রোমান্টিক ক্যাপশন, ক্যাপশন ফর ফেইসবুক, ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন, বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু যাক।
আকাশ নিয়ে কবিতা
আকাশ হল ভূপৃষ্ঠ থেকে বাইরের দিকে অবস্থিত অংশবিশেষ। বায়ুমণ্ডল এবং মহাশূন্যও এর অংশ। দিনের আলোয় আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। আর রাতের বেলায় আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মত মনে হয়। দিনের বেলায় মেঘ না থাকলে আকাশে সূর্য দেখা যায়। আর রাতের আকাশে (কখনও কখনও দিনেও) চাঁদ, গ্রহসমূহ এবং তারা দৃশ্যমান থাকে। মেঘ, রংধনু, অরোরা বা মেরুপ্রভা, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা আকাশে পরিলক্ষিত হয়।
আকাশ নিয়ে উক্তি ও স্ট্যাটাস
জীবনের সুখের রহস্য হল- আকাশের দিকে মাথা তুলে মাটিতে পা রাখা।
তুমি হলে সেই রামধনু, যাকে দেখার জন্যে একটা জানালা লাগে না, একটা গোটা আকাশ লাগে।
মা বলতেন আকাশে কোথাও পরীরা আছে, আজও এই চোখ আকাশের পরীকে খোঁজে।
আকাশ আমার কাছে একটি অসীম চলচ্চিত্র। সেখানে কী ঘটছে তা দেখতে আমি কখনই ক্লান্ত হই না।
সমুদ্রের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আকাশ; আকাশের চেয়েও বড় একটি দর্শন আছে, তা হল আত্মার অভ্যন্তর।
আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি। নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দহীন সঙ্গীত শুনে আমার প্রাণ আনন্দিত হয়।
ছাদে বা মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার চেয়ে মজার কিছু নেই। সব কিছু ভুলে অন্য জগতে হারিয়ে যাওয়ার মজাই অন্যরকম।
সূর্য যেমন আকাশকে ভালোবাসে তেমনি আমিও তোমাকেও ভালোবাসি।
আপনি যদি কখনও হারিয়ে যান বা একা বোধ করেন, তাহলে আকাশের দিকে তাকান। তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে।
আপনার সম্ভাবনা আকাশের মতো সীমাহীন হতে পারে, যদি আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যান।
রোদেলা আকাশ নিয়ে ক্যাপশন
আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়,
শুধুমাত্র তারাগুলোকে দেখাতে
আকাশ আমায় ভরল আলোয়,
আকাশ আমি ভরব গানে।
আকাশ কেন ডাকে
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
ঐ যায় ভেসে।
আকাশের মতই অসীম
সাগরের মতই গভীর
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
দিয়ে প্রেমের আবির।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
নীল আকাশ ক্যাপশন
নীল আকাশ বলে উদার হও
সাদা মেঘ বলে ভেসে বেড়াও
মনের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে সেবা করো।
নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়
রোদ্র ছায়ার খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে হারায় !
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
মন যে আমার নেচে ওঠে হৃদয়বীণায় সেতার বাজে।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে ।
যেথায় শুধুই ভোরের আলো
সেই তো আমার আকাশ
আঁধার সেখানে ঠাঁই পায় না
শুধুই প্রেমের থাকে প্রকাশ ।
আকাশ নিয়ে ছোট ক্যাপশন
সমুদ্রের গন্ধ নাও এবং আকাশকে অনুভব করো, জীবনের মানে খুজে পাবে।
আকাশে তো মেঘ আসবেই, তাই বলে কি ঝড়ের ভয়ে ঘরে বসে থাকবে !
আমি আকাশ ভালোবাসি, কারণ আকাশের বিশালতা আমার মনকে বড় করে তোলে
আকাশের দিকে তাকাও তাহলেই তুমি রংধনু খুজে পাবে, না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে।
আকাশ সীমাবদ্ধতা নয়, এটি কেবল একটি কল্পনা।
আকাশ নিয়ে কবিতা
নীল আকাশ বলে উদার হও
ধবল মেঘ বলে ভেসে বেড়াও
অন্তরের কালিমা সব মুছে ফেল
নিঃস্বার্থ হয়ে যত্ন করো।
নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে উড়ে বেড়ায়
রোদ্রের কোলে খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে পালায় !
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনার মূর্ছনা ধরে,
আমার জীবনে কেন বারেবারে
তাকেই মনে পড়ে ।
আকাশের মতই সীমাহীন
সমুদ্রের মতই গভীর,
হৃদয় তোমার রাঙিয়ে দিলাম
ভালোবাসার তরীর।
আকাশে আজ স্বপ্নের খেলা
মনে মেঘের মেলা ,
হারালো সুর, বাঁধিল গান
ফুরালো যে বেলা।
আকাশ নিয়ে ছবির ক্যাপশন
প্রকৃতি নিয়ে ক্যাপশন বাংলা
প্রকৃতি নিয়ে আমাদের জানার শেষ নেই, প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না ।
প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানব সৃষ্ট-নয় এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বুঝায়।
অন্য অর্থে প্রকৃতি বলতে বৈশিষ্ট্য কেও বুঝায়। যেমন: মানব প্রকৃতি (মানুষের বৈশিষ্ট্য)। আগেই বলা হয়েছে প্রকৃতি বলতে স্বয়ং স্রষ্টা সৃষ্ট বিশ্বজগত যার মধ্যে মানুষ একটি উপাদান মাত্র; গাছ-পালা , নদী-নালা , পশু-পাখি , পাহাড়-পর্বত ইত্যাদি সকলবস্তুর মত ।
প্রকৃতি নিয়ে ক্যাপশন
আপনি কি সকালের তাজা বাতাস পছন্দ করেন,
আপনি কি পাখির শব্দ পছন্দ করেন?
আপনি কি মেঘ বৃষ্টি পছন্দ করেন?
তুমি ভালোবাসো প্রকৃতির প্রতিটি সৃষ্টিকে,
তাহলে কেন তুমি প্রকৃতিকে ধ্বংস করছো?
কতোই না সুন্দর এই প্রকৃতির প্রকৃতি, তার অস্তিত্বের কারণেই এই পৃথিবীর রঙ এতো ঝলমল করে।
বাতাসের কোলাহল, পাখির কিচির-মিচির, সমুদ্রের কোলাহল, বনে ময়ূর নাচছে, এগুলির কোন মূল্য নেই, কারণ প্রকৃতি মূল্যবান।
প্রকৃতি ঈশ্বরের একটি সুন্দর সৃষ্টি, যা তিনি আমাদেরকে একটি অমূল্য উপহার হিসাবে দান করেছেন।
আজ যদি আমরা প্রকৃতির যত্ন নিই, তবে এটি আমাদের আগামী দিনে একটি সুস্থ জীবন দেবে।
এই সুন্দর শিশির বিন্দু, এই উজ্জ্বল সূর্য রশ্মি, এই দমকা হাওয়ার দোলা, সবই প্রকৃতির উপহার।
পুরো পৃথিবীটা তোমার জানালার বাইরে, তুমি না দেখলে সেটা তোমার বোকামি।
প্রকৃতি অজস্র রঙে ভরপুর, যিনি জীবিত ও নির্জীব সকলকে কোলে ধারণ করেন।
আপনার যদি প্রকৃতির প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে আপনি সর্বত্র সৌন্দর্য পাবেন।
সেই মানুষটি পৃথিবীর সবচেয়ে ধনী, যে অল্পতে সন্তুষ্ট। কারণ তৃপ্তি হল প্রকৃতির সম্পদ।
প্রকৃতি নিয়ে উক্তি
প্রকৃতিতে হাটার প্রত্যেকটা পদেই আপনি পাবেন নতুন কিছু।
— জন মুইর
রঙগুলো হলো প্রকৃতির হাসি যা তাকে রাঙিয়ে তোলে।
— লেইঘ হান্ট
প্রকৃতিতে গভীরভাবে তাকাও এবং তুমি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে।
— আলবার্ট আইনস্টাইন
যদি আপনি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তবে সবকিছুকেই আপনার ভালো লাগবে।
— ভিনসেন্ট ভ্যান গগ
প্রকৃতি দর্শনের কোনো জায়গা নয় বরং প্রকৃতি হলো আমাদের আসল বাড়ি।
— গ্যারি সিন্ডার
বনের প্রকৃতিতে আপনি হয়তো ওয়াইফাই পাবেন না তবে সেখানে আরো ভালো সংযোগ রয়েছে।
— সংগৃহীত
প্রকৃতির চেয়ে ভালো ডিজাইন আপনি কোথাও খুজে পাবেন না।
— আলেক্সান্ডার এমসিকুইস
প্রকৃতিতে যত বেশি সময় ব্যয় করবেন তত বেশি আপনি একে বুঝতে পারবেন।
— নিতিন নান্ডেও
প্রকৃতি সব সময় এক আত্মিক রঙ পড়ে থাকে।
— রালফ ওয়াল্ডো এমারসন
প্রকৃতি কিছুই বিনা প্রয়োজনে কিছু করে না।
— এরিস্টটল
প্রকৃতিতে হারিয়ে যাও এবং তুমি তোমাকে খুজে পাবে।
— সংগৃহীত
প্রকৃতি হলো স্রষ্টার শিল্প।
— ডানটে আলঘেইন
প্রকৃতি নিয়ে ছবির ক্যাপশন
কাশফুল নিয়ে ক্যাপশন
কাশফুল! কার না পছন্দের এই ফুল। কাশফুল জানান দেয় আজ বুঝি শরৎ এল। বর্ষা কালের স্যাঁতসেতে পরিবেশ ছেড়ে আগমন ঘটে শরৎ কালের। শরৎ মানেই যেন কাশফুলের মিলন মেলা এবং পত্রঝরা বৃক্ষের পাতার ঝরে যাওয়া।
কাশফুল নিয়ে উক্তি
কাশফুলের সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই অজানায় ।
কাশফুল!কাশফুল !আজ তোমার ছুটি চল তাহলে আজ আমার সাথে বাড়ি ।
সাদা রঙের কাশ দিল আজ ছুটি কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।
সাদা শুভ্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এল শরৎ।
নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।
কাশ ফুল মানে শরতের একটি সুন্দর কাল ।
ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।
কাশফুল মানেই শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা ।
ওগো,! তোমার ছোঁয়া পেলে কাশফুল যেন নতুন রূপে সজ্জিত হয় ।
প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
কাশফুল নিয়ে কবিতা
উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে
মৃদুমন্দ পূবালী বায়
পুচ্ছ তোলা পাখির মতো
কাশবনে এক কন্যে,
তুলছে কাশের ময়ূর চূড়া
কালো খোঁপার জন্যে
শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!
আগমনী সুর বেজে উঠেছে
সাদা কাশফুল উড়ছে আকাশে
মনটা খুঁজে তোমার ছায়া
এই সশরৎ এর অশ্বিন মাসে
তোমার হাতে বন্দী আমার
ভালোবাসার কাশ,
তাই তো আমি এই শরতে
তোমার ক্রীতদাস
কাশফুল নিয়ে ছবি