
Table of Contents
বিকাশের নতুন একাউন্ট অফার ২০২২
বিকাশের নতুন একাউন্ট অফার ২০২২
বিকাশ কর্তৃপক্ষ নতুন অ্যাকাউন্ট খুললে অফার প্রদান করেছে। যারা এখনো বিকাশ একাউন্ট খুলে নিন তারা বিকাশ অ্যাপের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুললে উপভোগ করতে পারবেন।
- আপনি যদি বিকাশ গ্রাহক হতে চান এবং বিকাশ অ্যাপের মাধ্যমে নতুনভাবে একাউন্ট খুলতে চান তাহলে আপনি যে সকল অফার উপভোগ করতে পারবেন তা আপনাকে বিস্তারিত জানাব। তবে শুধুমাত্র বিকাশে নতুনভাবে একাউন্ট খুললেই অফার গুলো উপভোগ করা যাবে।
- বিকাশ অ্যাপ থেকে নতুনভাবে একাউন্ট খুলে প্রথমবার বিকাশে লগইন করলে প্রতিষ্ঠিত বোনাস পাবেন
- প্রথমবার যে কোন মোবাইল নাম্বারে রিচার্জ বা ক্যাশ আউট করলে ২৫ টাকা বোনাস পাবেন। তবে এই ক্যাশ আউট অথবা মোবাইল রিচার্জ হতে হবে প্রথম লগ ইন ৭ দিনের মধ্যে।
- আপনি যদি নিজের মোবাইল নাম্বারে ২৫ টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে ২৫ টাকা বোনাস পাবেন। তবে সর্বমোট দুইবার অর্থাৎ ৫০ টাকা টাকা উপভোগ করতে পারবেন।
- আপনি যদি ব্যাংকের ডেবিট কার্ড থেকে নিজের মোবাইল একাউন্টে ১০০০ টাকা অথবা তার চেয়ে বেশি অ্যাড মানি করেন তাহলে প্রতিবার ২৫ টাকা বোনাস পাবেন। এভাবে দুই মাস পাবেন, তবে প্রতি মাসে একবার করে সর্বমোট ৫০ টাকা পাবেন।
- অফারের বিস্তারিত ও শর্তাবলী:
শর্তাবলী বোনাস · অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার লগ ইনে ২৫ টাকা যেকোনো মোবাইল নাম্বারে রিচার্জে(লগ ইনের ৭ দিনের মধ্যে) ২৫ টাকা (লগ ইনের ১ম মাসে) ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত যেকোনো বিল বিকাশ করলে ১০ টাকা কমপক্ষে ১০০১ টাকার যেকোনো বিল বিকাশ করলে ১৫ টাকা (লগ ইনের ২য় মাসে) যেকোনো মোবাইল নাম্বারে ১১ টাকা রিচার্জে ২৫ টাকা ১০০০ টাকা সেন্ড মানি করলে ১০ টাকা ২০০০ টাকা সেন্ড মানি করলে ১৫ টাকা কমপক্ষে ২০০০ টাকার ক্যাশ আউট করলে ২৫ টাকা মোট বোনাস ১৫০ টাকা
বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল
নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল ! বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন নিজের ফোন থেকেই! বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করে।
ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই-কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুনঃ
নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন
১। মোবাইল ফোন
২। জাতীয় পরিচয়পত্রের মূল কপি
পদ্ধতিঃ
১। এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নেবেন।
২। আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নেবেন।
৩। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলবেন।
৪। এজেন্ট ই-কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন।
৫। সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
এজেন্ট পয়েন্টে কেওয়াইসি ফর্ম পূরণ করে বিকাশ একাউন্ট খুলুনঃ
নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন
১। মোবাইল ফোন
২। জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)
৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলুনঃ
নিকটবর্তী গ্রাহক সেবায় বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন
১। মোবাইল ফোন
২। জাতীয় পরিচয়পত্র (ফটোকপি) / ড্রাইভিং লাইসেন্স (মূল এবং ফটোকপি) / পাসপোর্ট (মূল এবং ফটোকপি)
৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলুনঃ
নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন
১। মোবাইল ফোন
২। জাতীয় পরিচয়পত্র (মূল এবং ফটোকপি)/ মূল ড্রাইভিং লাইসেন্স / মূল পাসপোর্ট
৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
একাউন্ট ওপেনিং ফরমটি পূরণ করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন।
বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেন্যুটি এক্টিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেন্যু এক্টিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।
২। “ এক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।
৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান
৪। কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান
* আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন
সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে মোবাইল রিচার্জ, ক্যাশ ইন এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ দিনের মধ্যে আপনি “ক্যাশ আউট”, “ মোবাইল রিচার্জ “, “পেমেন্ট” এবং বিকাশ এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন। একজন গ্রাহক গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবা থেকে একাউন্ট খুললে সাথে সাথে বিকাশ এর সকল সেবা উপভোগ করতে পারবেন।
নিজে নিজে বিকাশ একাউন্ট খুলতে পর্যায়ক্রমে ধাপ গুলো অনুসরণ করুনঃ