এশিয়া শক্তিশালী দল সাউথ কোরিয়া এবারের বিশ্বকাপে যায়গায় নিশ্চিত করেছে। আর এটি হলো বিশ্বকাপে পূর্বে প্রস্তুতি ম্যাচ। ব্রাজিল স্কোয়াডে আতঙ্কের নাম নেইমার রিচালিসন ও মার্কুইনোস। তবে বর্তমানে টটেনহ্যাম খেলোয়াড় সন হিউং-মিন সাউথ কোরিয়া দলের অধিনায়ক।
ব্রাজিল বনাম সাউথ কোরিয়া ম্যাচ কীভাবে সরাসরি খেলা দেখবেন?
ব্রাজিল ম্যাচ টি সনি টেন ওয়ান ও টু দেখতে পারবেন। মোবাইলে ফ্রিতে দেখতে পারবেন ট্রফি এপপস (toffee apps)। সবচেয়ে সহজ ভাবে দেখতে পারবেন নিচের লিংক এর মাধ্যমে। নিচে লিংকে করার পর উপর ছবি টা মত আসবে। যে খেলা টি
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার আতিথ্য নেবে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে এই ম্যাচ।
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল। কিন্তু সন হিয়ুন মিনের দলের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। মঙ্গলবার (১ জুন) অনুশীলনে ডান পায়ে চোট পান এই ফরোয়ার্ড। প্রীতি ম্যাচ হওয়ায় নেইমারকে নিয়ে ঝুকি নেয়া হবে না জানিয়েছে সেলেসাও টিম ম্যানেজমেন্ট।
এদিকে, নেইমার এই ম্যাচ মিস করলে একাদশে তার জায়গা নেবেন ফিলিপ কৌটিনিয়ো। এছাড়াও আক্রমণে রিচার্লিসনের সঙ্গী হবেন রাফিনহা কিংবা রদ্রিগোর মধ্যে যে কোনো এক জন। গোল পোস্ট সামলানোর দায়িত্ব নিয়ে মাঠে নামতে পারেন ম্যানসিটি কিপার এডারসন।
যেভাবে ম্যাচটি দেখবেন
ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া।
টিভিতে দেখা যাবে: beIN Sports 3, লাইভ স্ট্রিম: fuboTV
ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া দলের একাদশ
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: ওয়েভারটন, দানি আলভেস, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন ও লুকাস পাকুয়েতা।
ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার শুরুর একাদশ: কিম সিংইউ, লি ইয়ং, জাং উয়ুং, হোয়াং ইনবেয়ম, সন হিউং মিন, পাইক সেউংহো, হোয়াং হিচান, হং চুল, হোয়াং উইজো, কিম ইয়ুংউন ও কিয়ুন কিয়ুংউন।
যেভাবে সরাসরি দেখবেন ব্রাজিল বনাম সাউথ কোরিয়ার ম্যাচটি ?
দেখবেন ওখানে ক্লিক করুন। দেখবেন অনেক আরবি লেখা আসবে একটু নিচে যাবেন এবং দেখবেন একটা ভিডিও রয়েছে ওখানে ক্লিক করুন। খেলা শুরু হওয়ার পর লিংকে মাধ্যামে যাবেন এবং দেখতে পারবেন । খেলা মধ্যে আটকাবে না ম্যাচ । নিচে একটি লিংক দেওয়া লাইভ ম্যাচ