নিয়ম সমূহ

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, দাম

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম | পার্শ্বপ্রতিক্রিয়া | দাম

আসসালামুয়ালাইকুম। ক্যাম্পাস প্রতিদিন এর নিয়মিত ভিজিটরদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমরা ইমকন ১ পিল খাওয়ার নিয়ম সম্পর্কে জানবো ও জানাবো ইনশাআল্লাহ্‌। তো চলুন ইমকন ১ পিল খাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা শুরু করা যাক।

ইমকন ১ পিল কি?

ইমকন ১ পিল হলো মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি। এই পিল ১টা সেবন করে পিল খাওয়ার ৭২ ঘন্টার মধ্যে কয়েক বার সহবাস করতে পারবেন।

image

ইমকন ১ পিল খাওয়ার নিয়ম

ইমকন ১ মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি। ইমকম-১ পিল খাওয়ার নিয়ম হলো অনিরাপদ সময়ে সহবাস করার ৭২ ঘন্টার মধ্যে সেবন করতে হবে। এর পর এর ঔষন আর কাজ করে না। এই পিল ১টা সেবন করে পিল খাওয়ার ৭২ ঘন্টার মধ্যে কয়েক বার সহবাস করতে পারবেন।

আরও পড়ুনঃ ইমকন ১ পিল খাওয়ার নিয়ম

ইমকন ১ পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করা উচিত নয়। কখনো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অরক্ষিত সহবাসের পর আপনি ইমকন ট্যাবলেট সেবন করতে পারেন। কিন্তু নিয়মিত জন্মনিরোধক হিসেবে এই ট্যাবলেট কাজ করবেনা। এই ঔষধ সেবন করলে গর্ভনিরোধ যে ১০০% সম্পন্ন হবে তার কোন গ্যারান্টি নেই। তবে ঔষধ সেবনের পর ৯৯% গর্ভনিরোধ করা সম্ভব হয়। নিয়মিত সেবনের ফলে এই ঔষধ আপনার শরীরে কাজ নাও করতে পারে।

নামাজ

ইমকন ১ পিল এর দামঃ

Name Emcon 1.5 mg
Generics Levonorgestrel
Company Renata Limited
Type Tablet
ইমকন ১.৫ mg ট্যাবলেট ৭০ টাকা
০.৭৫ mg ট্যাবলেট ৭০ টাকা

Related Articles

Back to top button