Sports

FIFA World Cup 2022 Fixtures

FIFA World Cup 2022 Fixtures: চূড়ান্ত করা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচি। ২৮ দিনের এই বিশ্ব আসর শুরু হবে ২১ নভেম্বরে, যার পর্দা নামবে ১৮ ডিসেম্বর। প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ।

১৫ জুলাই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সহস্থা ফিফার ওয়েবসাইডে প্রকাশ করা হয় এই সূচি। ২১ নভেম্বরে উদ্বোধনী ম্যাচ
অনুষ্ঠিত হবে আল বায়েত স্টেডিয়ামে যেখানে বসে খেলা উপভোগ করতে পারবেন ৬০ হাজার দর্শক। আর ফাইনাল হবে ৮০
হাজার ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়ামে।

প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা এবং রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দোহার ৮টি ভেন্যুতে।

ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি

গ্রুপ পর্বে উক্ত বিশ্বকাপে মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রতিটি দল একে অপরের, সাথে একবার করে মোকাবেলা করবে।গ্রুপ পর্বের খেলা সময়সূচি ২০২২

কোন গ্রুপে কারা

  • গ্রুপ ‘এ’: কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস;
  • গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র ও ওয়েলস;
  • গ্রুপ ‘সি’: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড;
  • গ্রুপ ‘ডি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া;
  • গ্রুপ ‘ই’: স্পেন, কোস্টারিকা, জার্মানি ও জাপান;
  • গ্রুপ ‘এফ’: বেলজিয়াম, কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়া;
  • গ্রুপ ‘জি’: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন;
  • গ্রুপ ‘এইচ’: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি

(রাত ১টার খেলা দিবাগত রাতের হিসেবে)

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সময় কোন দল কার বিপক্ষে কখন মাঠে নামবে-

গ্রুপ পর্ব

তারিখ  সময়  ম্যাচ  ভেন্যু
২১ নভেম্বর রাত ১০টা কাতার বনাম ইকুয়েডর আল বাইত স্টেডিয়াম
২১ নভেম্বর বিকেল ৪টা সেনেগাল বনাম নেদারল্যান্ডস আল থুমামা স্টেডিয়াম
২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ইংল্যান্ড বনাম ইরান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২১ নভেম্বর রাত ১টা যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস আহমেদ বিন আলি স্টেডিয়াম
২২ নভেম্বর রাত ১টা ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া আল জানোব স্টেডিয়াম
২২ নভেম্বর  সন্ধ্যা ৭টা ডেনমার্ক বনাম তিউনিসিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম
২২ নভেম্বর রাত ১০টা মেক্সিকো বনাম পোল্যান্ড স্টেডিয়াম ৯৭৪
২২ নভেম্বর  বিকেল ৪টা  আর্জেন্টিনা বনাম সৌদি আরব  লুসাইল স্টেডিয়াম
২৩ নভেম্বর রাত ১টা  বেলজিয়াম বনাম কানাডা  আহমাদ বিন আলী স্টেডিয়াম
২৩ নভেম্বর রাত ১০টা স্পেন বনাম কোস্টারিকা আল থুমামা স্টেডিয়াম
২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা জার্মানি বনাম জাপান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৩ নভেম্বর বিকেল ৪টা মরক্কো বনাম ক্রোয়েশিয়া আল বাইত স্টেডিয়াম
২৪ নভেম্বর বিকেল ৪টা সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন  আল জানোব স্টেডিয়াম
২৪ নভেম্বর সন্ধ্যা ৭টা উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম
২৪ নভেম্বর রাত ১০টা পর্তুগাল বনাম ঘানা স্টেডিয়াম ৯৭৪
২৪ নভেম্বর রাত ১টা ব্রাজিল বনাম সার্বিয়া লুসাইল স্টেডিয়াম
২৫ নভেম্বর বিকেল ৪টা ওয়েলস বনাম ইরান আহমাদ বিন আলী স্টেডিয়াম
২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা  কাতার বনাম সেনেগাল  আল থুমামা স্টেডিয়াম
২৫ নভেম্বর রাত ১০টা নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৫ নভেম্বর  রাত ১টা  ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র  আল বাইত স্টেডিয়াম
২৬ নভেম্বর  বিকেল ৪টা  তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া  আল জানোব স্টেডিয়াম
২৬ নভেম্বর  সন্ধ্যা ৭টা  পোল্যান্ড বনাম সৌদি আরব  এডুকেশন সিটি স্টেডিয়াম
২৬ নভেম্বর রাত ১০টা  ফ্রান্স বনাম ডেনমার্ক  স্টেডিয়াম ৯৭৪
২৬ নভেম্বর  রাত ১টা  আর্জেন্টিনা বনাম মেক্সিকো  লুসাইল স্টেডিয়াম
২৭ নভেম্বর বিকেল ৪টা  জাপান বনাম কোস্টারিকা  আহমাদ বিন আলী স্টেডিয়াম
২৭ নভেম্বর  সন্ধ্যা ৭টা বেলজিয়াম বনাম মরক্কো  আল থুমামা স্টেডিয়াম
২৭ নভেম্বর  রাত ১০টা  ক্রোয়েশিয়া বনাম কানাডা  খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৭ নভেম্বর  রাত ১টা  স্পেন বনাম জার্মানি  আল বাইত স্টেডিয়াম
২৮ নভেম্বর  বিকেল ৪টা  ক্যামেরুন বনাম সার্বিয়া  আল জানোব স্টেডিয়াম
২৮ নভেম্বর  সন্ধ্যা ৭টা  দক্ষিণ কোরিয়া বনাম ঘানা  এডুকেশন সিটি স্টেডিয়াম
২৮ নভেম্বর  রাত ১০টা  ব্রাজিল বনাম সুইজারল্যান্ড  স্টেডিয়াম ৯৭৪
২৮ নভেম্বর  রাত ১টা  পর্তুগাল বনাম উরুগুয়ে  লুসাইল স্টেডিয়াম
২৯ নভেম্বর  রাত ৯টা  নেদারল্যান্ড বনাম কাতার  আল বাইত স্টেডিয়াম
২৯ নভেম্বর  রাত ৯টা  ইকুয়েডর বনাম সেনেগাল  খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৯ নভেম্বর  রাত ১টা  ইরান বনাম যুক্তরাষ্ট্র  আল থুমামা স্টেডিয়াম
২৯ নভেম্বর  রাত ১টা ওয়েলস বনাম ইংল্যান্ড  আহমাদ বিন আলী স্টেডিয়াম
৩০ নভেম্বর রাত ৯টা অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক  আল জানোব স্টেডিয়াম
৩০ নভেম্বর  রাত ৯টা  তিউনিসিয়া বনাম ফ্রান্স  এডুকেশন সিটি স্টেডিয়াম
৩০ নভেম্বর  রাত ১টা  পোল্যান্ড বনাম আর্জেন্টিনা  স্টেডিয়াম ৯৭৪ 
৩০ নভেম্বর  রাত ১টা  সৌদি আরব বনাম মেক্সিকো  লুসাইল স্টেডিয়াম
১ ডিসেম্বর  রাত ৯টা  ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম  আহমাদ বিন আলী স্টেডিয়াম
১ ডিসেম্বর  রাত ৯টা   কানাডা বনাম মরক্কো  আল থুমামা স্টেডিয়াম
১ ডিসেম্বর  রাত ১টা  জাপান বনাম স্পেন  খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
১ ডিসেম্বর  রাত ১টা  কোস্টারিকা বনাম জার্মানি  আল বাইত স্টেডিয়াম
২ ডিসেম্বর  রাত ৯টা  ঘানা বনাম উরুগুয়ে  আল জানোব স্টেডিয়াম
২ ডিসেম্বর  রাত ৯টা  দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল  এডুকেশন সিটি স্টেডিয়াম
২ ডিসেম্বর  রাত ১টা  সার্বিয়া বনাম সুইজারল্যান্ড  স্টেডিয়াম ৯৭৪
২ ডিসেম্বর  রাত ১টা  ক্যামেরুন বনাম ব্রাজিল  লুসাইল স্টেডিয়াম

নক আউট পর্ব

শেষ ষোলো

ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
৪৯  ৩ ডিসেম্বর  রাত ৯টা এ১-বি২  খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
৫০  ৩ ডিসেম্বর  রাত ১টা সি১-ডি২  আহমাদ বিন আলী স্টেডিয়াম
৫২  ৪ ডিসেম্বর  রাত ৯টা ডি১-সি২ আল থুমামা স্টেডিয়াম
৫১ ৪ ডিসেম্বর  রাত ১টা বি১-এ২  আল বাইত স্টেডিয়াম
৫৩ ৫ ডিসেম্বর  রাত ৯টা ই১-এফ২ আল জানোব স্টেডিয়াম
৫৪ ৫ ডিসেম্বর রাত ১টা জি১-এইচ২ স্টেডিয়াম ৯৭৪
৫৫ ৬ ডিসেম্বর  রাত ৯টা এফ১-ই২ এডুকেশন সিটি স্টেডিয়াম
৫৬ ৬ ডিসেম্বর  রাত ১টা এইচ১-জি২  লুসাইল স্টেডিয়াম

কোয়ার্টার ফাইনাল

ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
৫৭  ৯ ডিসেম্বর  রাত ১টা  ৪৯ নং ম্যাচের জয়ী-৫০ নং ম্যাচের জয়ী  লুসাইল স্টেডিয়াম
৫৮ ৯ ডিসেম্বর  রাত ৯টা  ৫৩ নং ম্যাচের জয়ী-৫৪ নং ম্যাচের জয়ী  এডুকেশন সিটি স্টেডিয়াম
৬০ ১০ ডিসেম্বর রাত ৯টা ৫৫ নং ম্যাচের জয়ী-৫৬ নং ম্যাচের জয়ী  আল থুমামা স্টেডিয়াম
৫৯ ১০ ডিসেম্বর রাত ১টা ৫১ নং ম্যাচের জয়ী-৫২ নং ম্যাচের জয়ী আল বাইত স্টেডিয়াম

সেমিফাইনাল

ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
৬১ ১৩ ডিসেম্বর রাত ১টা ৫৭ নং ম্যাচের জয়ী-৫৮ নং ম্যাচের জয়ী লুসাইল স্টেডিয়াম
৬২ ১৪ ডিসেম্বর রাত ১টা ৫৯ নং ম্যাচের জয়ী-৬০ নং ম্যাচের জয়ী আল বাইত স্টেডিয়াম

তৃতীয় স্থান নির্ধারণী

ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
৬৩ ১৭ ডিসেম্বর রাত ৯টা দুই সেমিফাইনালের পরাজিত দল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম

ফাইনাল

ম্যাচ নং তারিখ সময় ম্যাচ ভেন্যু
৬৪ ১৮ ডিসেম্বর  রাত ৯টা দুই সেমিফাইনাল বিজয়ী লুসাইল স্টেডিয়াম

 

ফুটবল বিশ্বকাপ ২০২২ কিভাবে দেখব?

‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ ফিফা বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন চ্যানেল টি-স্পোর্টস। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেলটিতে।

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফিফা বিশ্বকাপের ২২-তম আসর। এশিয়ান দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপের খেলার টাইমিংগুলো হয়েছে দারুণ। গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০ টা ও রাত ১টায়।

২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এশিয়ার দেশ কাতারে । যা আগামী ২১ নভেম্বর, ২০২২ তারিখ থেকে শুরু হবে ।  কাতারের মোট দশটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ খেলা গুলো । যেখানে অংশগ্রহণ করবে ৩২ টি দেশ, সব মিলে মোট ৭১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ পিকচার

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ PDF

fifa world cup 2022

সময়সূচী ডাউনলোড করুন PDF

বাংলাদেশের সময় অনুযায়ী কবে, কখন, কোথায় কাতার বিশ্বকাপের খেলা

ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি: আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা কাতারের চেয়ে তিন ঘণ্টা এগিয়ে রয়েছে । এতে করে কাতারে যে খেলাটি শুরু হবে বিকাল তিনটায় সেই খেলাটি আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের শুরু হবে বিকেল ছয়টায় । ভৌগলিক অবস্থানের কারণে এই সময়ের পরিবর্তন । যার কারণে কাতার বিশ্বকাপের খেলা গুলো নির্দ্বিধায় উপভোগ করতে চাইলে, আমাদের জানতে হবে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী কবে, কখন, কোথায় খেলাগুলো অনুষ্ঠিত হবে । এতে করে কোন ম্যাচ মিস যাবেনা ।

কাতার বিশ্বকাপ কোন কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?

আটটি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে:

  1.  Al Bayt Stadium, Al Khor
  2.  Khalifa International Stadium, Al Rayyan
  3.  Al Thumama Stadium, Al Khor
  4.  Ahmad Bin Ali Stadium, Al Rayyan
  5.  Lusail Stadium, Lusail
  6.  Stadium 974, Doha
  7.  Education City Stadium, Al Rayyan
  8.  Al Janoub Stadium, Al Wakrah

কাতার বিশ্বকাপ থিম সং

এবারের বিশ্বকাপের থিম সংয়ের টাইটেল ‘হায়্যা হায়্যা’, ইংরেজিতে যা দাঁড়ায় ‘বেটার টুগেদার’।

কাতার বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

1. প্রশ্ন: কাতার বিশ্বকাপ ২০২২ কততম?
উত্তর: ২০২২ সালে অনুষ্ঠিতব্য ফিফা কাতার বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর।

2. প্রশ্ন: কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ কবে?
উত্তর: ২১ নভেম্বর, ২০২২ তারিখে কাতার-ইকুয়েডর রাত ১০টা ।

3. প্রশ্ন: কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়াম, কাতারে অনুষ্ঠিত হবে।

4. প্রশ্ন: বাংলাদেশে থেকে কাতার বিশ্বকাপের খেলা কিভাবে দেখব?
উত্তর: চ্যানেল টি-স্পোর্টস এর মাধ্যমে আপনি খেলা দেখতে পারবেন

আশা করি আমার পোস্ট থেকে ফিফা বিশ্বকাপ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি আমাদের পোস্টটি পছন্দ করেন তবে পোস্টটি শেয়ার করুন।

Related Articles

Back to top button