Others

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ ২০২২

general knowledge bangladesh

সবাইকে স্বাগত জানায় আমাদের সাপ্তাহিক সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্বে –বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন,বিসিএস প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই সকল সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ইনশাল্লাহ অনেক কাজে আসবে। আমাদের আশেপাশে পৃথিবীতে প্রতিদিনের ঘটেচলা নতুন নতুন বিষয় ও তথ্য-প্রযুক্তি গত উদ্ভাবন সম্পর্কে আপডেট থাকতে ও সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে আমাদের ওয়েবসাইট এর সাথেই থাকুন ।

২০২১ সাল সহ বিগত বিভিন্ন সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন চাকরি ,বিসিএস প্রস্তুতি পরিক্ষা এর প্রশ্ন থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার সঠিক উত্তর আপনাদের মাঝে তুলে ধরা হল।

আজকের বিষয় : ৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি

জাতিসংঘ বিষয়ক বাছাই করা প্রশ্নোত্তর
১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘের নামকরণ করেন কে?
-মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
-১ জানুয়ারি, ১৯৪২।
৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
-মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬. জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?
-জন ডি রকফেলার জুনিয়র।
৮. জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি
-ডব্লিউ হ্যারিসন।
৯. জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?
-২৬ জুন, ১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে?
-২৪ অক্টোবর, ১৯৪৫।
১১. জাতিসংঘের সনদের রচয়িতা কে?
-আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
১২. প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
-২৪ অক্টোবর।
১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? -সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?
-সভাপতি।
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
-লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?
-১ বছরের জন্য।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কোন তারিখে?
-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?
-১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র
-৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?
-২ বার।
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
-২ বছরের জন্য।
২২. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?
-ইংরেজি অথবা ফরাসি।
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?
-৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?
-বছরে দু’বার, এক মাসব্যাপী।
২৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
-৩ বছরের জন্য।
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি?
-৫৪টি।
২৭. প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়?
-১৮টি।
২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?
-২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন?
-১৫ জন।
৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর?
-৯ বছর।

 

Thanks to everyone for visiting our website! You can visit our website first to get all the information related to education. Every day we publish education information as well as job news, results, routines, admission information, assignments, success stories, and necessary information of daily life. If you want to connect with us on Facebook, visit: Page: ক্যাম্পাস প্রতিদিন and Group ক্যাম্পাস প্রতিদিন

Related Articles

Back to top button