FestivalOthers

হ্যাপি নিউ ইয়ার 2022 | Happy New Year 2022 | নতুন বছরের শুভেচ্ছা 2022

হ্যাপি নিউ ইয়ার 2022 | Happy New Year 2022 | নতুন বছরের শুভেচ্ছা 2022:  সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন! আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে ২০২২ সালের নতুন বছর উপলক্ষ্যে এসএমএস, পিকচার, মেসেজ, ছবি, কবিতা, ছন্দ ইত্যাদি শেয়ার করব। আপনারা যেন নতুন বছরের এই দিনে আপনার বন্ধু-বান্ধব, পরিবার ও কাছের মানুষদের শুভেচ্ছা জানাতে পারেন, সেই জন্যই এই আয়োজন। তো চলুন শুরু করা যাক

নতুন বছরের শুভেচ্ছা 2022

পেছনের সব কষ্ট,
করে ফেল নষ্ট ।
নতুন দিনে সবার প্রাণে ,
কেউ রেখনা দুঃখ মনে।
শুভ হোক নিত্য দিন,
হ্যাপি থাকো সারা দিন।
Happy New Year

নতুন সূর্য, নতুন প্রাণ।
নতুন সুর, নতুন গান।
নতুন ঊষা, নতুন আলো।
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।

দুঃখ গুলো ঝেড়ে ফেলো,
নতুন কিছু স্বপ্ন গড়ো
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু বন্ধু ভালোবাসা।
++Happy New Year++

 

নতুন বছর দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি।
অগ্রীম Happy New Year।

Today দুঃখ ভোলার দিন,
Today মন হবে যে রঙিন,
Today প্রান খুলে শুধু গান হবে,
Today সুখ হবে সীমাহীন।
তার ১টিই কারন –
Today বছরের ১ম দিন।
Happy New Year

হ্যাপি নিউ ইয়ার ছন্দ

নতুন বছর নতুন দিন, সবার জীবনটা হোক রঙিন। পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরও, পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও। শুধু ভালবাসা গুলো থেকে যাক সব হৃদয়ে যেমনি ছিল যার, সবাই কে জানাই আমি *হেপি নিউ ইয়ার*

সুখের স্মৃতি রেখ মনে,
দুঃখের স্মৃতি যেও ভুলে,
মিশে থেকো আপন জনে ,
মান অভিমান সব ভুলে,
আশার প্রদীপ রেখো জেলে,
হাজার তারা তোমার নয়নে,
সবাই মিলে থেকো সুখে।
Happy New Year

নিত্য বছর নিত্য দিন,
সবার লাইফটা হোক রঙিন।
পুরনোকে ভুলে যাও আসবে নিত্য কিছু আরও,
পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও।
শুধু ভালবাসা গুলো থেকে যাক ,
সব হৃদয়ে যেমনি ছিল যার,
সবাই কে জানাই আমি —
Happy New Year।

শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি। আছে ১টা বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল। কি করে যে জানাই তাঁকে – Dear, Happy New Year.

এক,দুই,তিন নতুন বছরের শুভেচ্ছা নিন।
চার, পাঁট, ছয়, কারও SMS Copy করে নয়।
সাত,আট,নয়, হাজার হাজার বছর
যেন সুখ শান্তির মতো উল্লাস রয়।
Happy New Year !!

2022 হ্যাপি নিউ ইয়ার

আমি আর বাঁচবো না কারণ
আম্মু আমাকে বলেছে আমি
আর ১ দিন বাঁচবো,
আমার জন্য বন্ধুরা দোয়া কইরো,
আমার নাম হলো ২০২০ ।
Happy New Year – 2022!!

Balance জিরো,নেটওয়ার্ক বিজি,
Call ওয়েটিং মিস’ড কল, নো আন্সার,
Memory ফুল, ব্যাটারি লো ,
এই গুলো হওয়ার আগে
তোমায় জানাই অগ্রিম,
Happy New Year !!

পাখির ডানায় লিখে দিলাম নতুন বছরের নাম
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।
নিশি যখন ভোর হবে।
সুখ তারা নিভে যাবে,
আসবে ১টা নতুন দিন,
দুঃখ হতাশা যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে,
বছরটা হোক অমলিন।
Happy New Year

নতুন বছর নিয়ে স্ট্যাটাস

কল্পনা সাজাও রঙের মেলায়,
লাইফ ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চল মাটির টানে,
নিত্য সুরে নিত্য গানে।
নিত্য আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাচার মানে।
সবাই কে নতুন বছরের –
অনেক অনেক শুভেচ্ছা।

নতুন আলো নতুন ভোর,
আসল বছর কাটল প্রহর।
অতীতের হলো মরণ , নতুন কে কর বরণ !!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই,
Happy New Year এর প্রীতি ।

নতুন বছরের শুভেচ্ছা 2022 এসএমএস

নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম
Happy New Year !!!
==শুভেচ্ছা নিও ==

নতুন আশা নতুন প্রান ,
নতুন সুরে নতুন গান ।
নতুন জীবনের নতুন আলো ,
নতুন বছর কাটুক ভালো ।
++Happy New Year++

নব আনন্দে জাগো আজি,
বৈশাখের পুণ্য প্রভাতে ।
সব জ্বালাযন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
শুভ নববর্ষ

বাউল গানের সান্ধ্য তালে,
নতুন বছর এসেছে ঘুরে ,
উদাসী হাওয়ার সুরে সুরে,
রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
হ্যাপি নিউ ইয়ার দোস্ত ।।

নতুন বছর নিয়ে কিছু কথা

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো,
শুভ নববর্ষ !!

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
নয়া বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়.
এই কামনায় তোমাই জানাই –
শুভ নববর্ষ !!

পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
শুভ নববর্ষ !!

নতুন বছর নিয়ে কিছু উক্তি

নতুন আশা নতুন প্রান.
নতুন হাসি নতুন গান.
নতুন সকাল নতুন আলো.
নতুন দিন হোক ভালো.
দুঃখকে ভুলে যাই.
নতুন কে স্বাগত জানাই.
শুভ নববর্ষ !!

পানতা ইলিশ আর ভর্তা বাজি বাঙ্গালীরপ্রাণ,
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান,
এসো হে বৈশাখ এসো এসো,
শুভ নববর্ষ !!

নতুন বছরের নতুন দিন,
অল্প কিছুশুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্ন গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।

নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম…
*হ্যাপি নিউ ইয়ার ২০২২

নতুন আলো নতুন ভোর,
আসল বছর কাটল প্রহর।
অতীতের হলো মরণ ,
নতুন কে কর বরণ !!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ।
হ্যাপি নিউ ইয়ার ২০২২

নতুন বছরের শুভেচ্ছা 2022 SMS

স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চল মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাচার মানে।
সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষণ বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি।
অগ্রীম হ্যাপি নিউ ইয়ার।

আজ দুঃখ ভোলার দিন,
আজ মন হবে যে রঙিন,
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সীমাহীন।
তার একটিই কারন।
আজ বছরের প্রথম দিন।
শুভ নববর্ষ

এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার
আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট।
আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
শুভ নববর্ষ

আল্লাহ তোমায় চিরকাল সুখে রাখুক..
আগামী সবকটি বছর যেন তোমায় দুহাত ভরে দেয়…

হ্যাপী নিউ ইয়ার
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার হ্যাপি নিউ ইয়ার।
শুভ নববর্ষ ২০২২

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে
হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার
শুভ নববর্ষ।

মুছে যাক সকল কলুষতা,
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম শুভ নববর্ষ

মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
* শুভ নববর্ষ *

হ্যাপি নিউ ইয়ার 2022 ছন্দ

মনের গভীর থেকে তোমার জন্যে রইলো
নতুন বছরের শুরুর অনেক অনেক শুভেচ্ছা…

নতুন বছরের প্রতিটি মাস,
প্রতিটি দিন,
প্রতিটি ঘন্টা-মিনিট-সেকেন্ড যেন
তোমার মনে সঞ্চারিত করে খুশির জোয়ার।
জানাই তোমায়, শুভ নববর্ষ …

আবার আসলো জানুয়ারি মাস,
গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।

হ্যাপি নিউ ইয়ার * নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু, যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক সুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই sms ।
নতুন বছরের নতুন সূর্য
বয়ে আনুক আপনার আনন্দ
নতুন বছরের নতুন আলো
জীবন হোক সবার ধন্য
নতুন বছরের নতুন আশা
সবাই মিলে বাধো সুখের বাসা
(( হ্যাপি নিউ ইয়ার ))

ঢাক ঢোল মাদলের তালে
রঙ বেরঙের মনের দেয়ালে
বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে
হ্যাপি নিউ ইয়ার ২০২২

হ্যাপি নিউ ইয়ার 2022 স্ট্যাটাস

আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন ।
রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি ।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি ।শুভ নববর্ষ *

নতুন বছরে তোমার জীবন যেন
সেইসব জিনিসে ভরে যায় যেগুলো
তোমায় কোনভাবে উদ্বুদ্ধ করেছে…
কিম্বা তোমার জীবনে মূল্যবান হয়ে উঠেছে…
আর তোমার ঠোঁটে হাসি ফুটিয়েছে …
হ্যাপী নিউ ইয়ার…2022

নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
হ্যাপী নিউ ইয়ার…2022

নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ….
ধর্মাধর্মের বিভেদ…
সুখী হোক সকল পৃথিবীবাসী..
হ্যাপী নিউ ইয়ার…2022

হ্যাপি নিউ ইয়ার 2022 এসএমএস

নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
হ্যাপী নিউ ইয়ার…

নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ
ধর্মাধর্মের বিভেদ
সুখী হোক সকল পৃথিবীবাসী
হ্যাপী নিউ ইয়ার..

নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে
তোমার সাফল্যে কে কে দুখী হবে জানি না,
তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে
তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন
হ্যাপি নিউ ইয়ার..

নতুন বছরে বেশি করে ভুল করো..
কারণ যত বেশি তুমি ভুল করবে,
তত বেশি তুমি শিখবে
হ্যাপী নিউ ইয়ার..

পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
হ্যাপি নিউ ইয়ার..

পুরনো বছরটা তোমার
যতো খারাপই কাটুক না কেন ,
নতুন বছর তোমার জীবনে সব খুশী নিয়ে আসবে..
শুভ নববর্ষ..

ফুটে ওঠো ফুলের মতন..
আর যেখানেই যাও,
তোমার সুবাস ছড়িয়ে দাও..
হ্যাপি নিউ ইয়ার..

ফুল ফুটেছে বনে বনে…
ভাবছি তোমায় মনে মনে…
বলছি তোমায় কানে কানে…
“হ্যাপি নিউ ইয়ার”

বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে;
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।
হ্যাপি নিউ ইয়ার

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক নিউ ইয়ার ২০২২

নতুন বছরের শুভেচ্ছা 2022 কবিতা

আরও এক বছর ঘনিয়ে আসছে।
আমরা আমাদের কষ্ট এবং দুর্দশা ভুলে যেতে পারি।
আমার জন্য, এই বছরটি ছিল কঠিন।
এটি অনেক আবেগ এনেছিল, অশ্রুসিক্ত এবং রুক্ষ ছিল।
এখন আরও এক বছর দ্রুত এগিয়ে আসছে।
আসুন আশা করি এটি একটি নতুন বছর প্রেম এবং স্বাস্থ্য সহ; আসুন আশা করি এটি একটি বিস্ফোরণ।
আপনার সমস্ত স্বপ্ন সত্য হোক
এবং আপনি যা কিছু করেন তার মধ্যে আপনি শান্তি এবং ভালবাসা খুঁজে পান।
এই পৃথিবী কোনও হুশফুলের কোমল শব্দটি জানতে পারে।
এটি তার সমস্ত ক্রোধ শান্ত করে এবং ভিড় থেকে তার গতি কমিয়ে দিন slow
আমরা সবাই আনন্দের শব্দ শুনি
এবং সমস্ত ব্যথা, ধ্বংসকারী সমস্ত দূরে সরিয়ে দিন।
আমি আশা করি নতুন বছরটি আমাদের সকলের পক্ষে মঙ্গলজনক হবে।
যত্ন এবং শান্ত, যখন আমরা পড়ি তখন একটি সহায়ক হাত।
আরও শুনুন, মন্থর করুন এবং বলুন আমি আপনাকে ভালোবাসি।
এক মুহুর্তের জন্য থামো; একটি দম নিন, দেখুন।
আপনার পরিবারের প্রশংসা করুন; আপনি যত্ন তাদের বলুন।
উত্তেজনাপূর্ণ কিছু করুন, একটি থ্রিল বা সাহস করুন।
নতুন বছর যা দিতে পারে তা উপভোগ করুন।
আমাদের একটি জীবন আছে, সুতরাং চলুন শিখি।
এটি একটি নতুন বছর, একেবারে নতুন শুরু।
সর্বদা মনে রাখবেন, বেঁচে থাকুন এবং আপনার হৃদয় থেকে ভালবাসুন।
প্রতি বছর প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি,
এবং এটি উদ্ঘাটিত করার জন্য এটি বিস্ময়ে পূর্ণ হতে পারে।
প্রেম, আলিঙ্গন এবং চুম্বনও …
আমার কাছ থেকে আপনার কাছে একটি নতুন বছরের শুভকামনা।

পুরানো হার্ট ব্যথা ব্রাশ।
আমাদের ভুল থেকে শিখুন।
আর এক বছর অবশেষে শেষ।
একটি নতুন ভোর জেগে।পুরানো বছর কেটে যেতে দাও।
নতুনকে স্বাগতম!
অতীতের খারাপ জিনিসগুলি কবর দিন
এখন যেমন নতুন বছর শুরু হচ্ছে।আপনার নতুন বছরের শুভেচ্ছা নিন
আপনি যতটা সহজ।
শান্তি এবং ভালবাসার জন্য প্রার্থনা করুন,
সম্পদ বা খ্যাতির জন্য নয়।স্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করুন।
আপনার সহকর্মীর জন্য প্রার্থনা করুন।
আপনি যাদের পছন্দ করেন তাদের জন্য প্রার্থনা করুন।
যারা পথ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করুন।মধ্যরাতের ঘন্টা বাজে হিসাবে,
আমরা পুরানো ছেড়ে নতুনকে আলিঙ্গন করি।
আপনি নিজের জন্য যা চান তা আমি চাই
এবং ঈশ্বরের ভালবাসা আপনার সাথে থাকতে পারে।

নতুন বছরের শুভেচ্ছা 2022 পিক

HappyNewYear2022 1

HappyNewYear2022 2

হ্যাপি নিউ ইয়ার 2022 পিকচার HappyNewYear2022 3

HappyNewYear2022 4

হ্যাপি নিউ ইয়ার 2022 এর পিক

HappyNewYear2022 5

নতুন বছরের শুভেচ্ছা 2022 ছবি

HappyNewYear2022 6 HappyNewYear2022 7

Happy New Year 2022 Images

HappyNewYear2022 8

Happy New Year 2022 Picture

HappyNewYear2022 9

Happy New Year 2022 Wallpaper

HappyNewYear2022 10

Happy New Year 2022 পিক

HappyNewYear2022 11

 

হ্যাপি নিউ ইয়ার 2022 ভিডিও

নতুন বছরের শুভেচ্ছা ভিডিও 2022

Happy New Year 2022 – নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা

Related Keyword For Happy News Year 2022 – হ্যাপী নিউ হয়ার ২০২২: হ্যাপি নিউ ইয়ার 2022 এসএমএস,হ্যাপি নিউ ইয়ার 2022 এর পিক, হ্যাপি নিউ ইয়ার 2022 স্ট্যাটাস, হ্যাপি নিউ ইয়ার 2022 পিকচার, হ্যাপি নিউ ইয়ার 2022 ছবি, হ্যাপি নিউ ইয়ার 2022 পিক, হ্যাপি নিউ ইয়ার 2022 ভিডিও, হ্যাপি নিউ ইয়ার ছন্দ, হ্যাপি নিউ ইয়ার 2022 ছন্দ, হ্যাপি নিউ ইয়ার 2022 এর ছন্দ, নতুন বছরের শুভেচ্ছা 2022 ছবি, নতুন বছরের শুভেচ্ছা 2022, নতুন বছরের শুভেচ্ছা 2022 কবিতা, নতুন বছরের শুভেচ্ছা 2022 এসএমএস, নতুন বছরের কবিতা 2022, নতুন বছরের শুভেচ্ছা 2022 sms, নতুন বছরের শুভেচ্ছা 2022 পিক, নতুন বছরের শুভেচ্ছা ভিডিও 2022, নতুন বছর নিয়ে স্ট্যাটাস, নতুন বছর নিয়ে কবিতা, নতুন বছর নিয়ে কিছু উক্তি, নতুন বছর নিয়ে কিছু কথা, নতুন বছর উদযাপনের দিনলিপি,

Related Articles

Back to top button