Festival

নতুন বছরের শুভেচ্ছা 2022 এসএমএস

নতুন বছরের শুভেচ্ছা 2022 এসএমএস: সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন! আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে ২০২২ সালের নতুন বছর উপলক্ষ্যে এসএমএস, পিকচার, মেসেজ, ছবি, কবিতা, ছন্দ ইত্যাদি শেয়ার করব। আপনারা যেন নতুন বছরের এই দিনে আপনার বন্ধু-বান্ধব, পরিবার ও কাছের মানুষদের শুভেচ্ছা জানাতে পারেন, সেই জন্যই এই আয়োজন। তো চলুন শুরু করা যাক

নতুন বছরের শুভেচ্ছা 2022 এসএমএস

New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
❦~Happy New Year~❦”

“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ 2022

নতুন পোশাক নতুন সাজ
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি
হ্যাপি নিউ ইয়ার 2022

নিউ ইয়ার 2022 পিকচারনিউ ইয়ার পিক ২০২২হ্যাপি নিউ ইয়ার 2022 ছবি 7

“রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
❦~হ্যাপি নিউ ইয়ার~❦”

“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”

নতুন বছর নিয়ে স্ট্যাটাস

“শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার
❦~2022~❦”

নিউ ইয়ার 2022 পিকচারনিউ ইয়ার পিক ২০২২হ্যাপি নিউ ইয়ার 2022 ছবি 5

“আগামী বছরটা যেন তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেন এই বছরে পাও
হ্যাপি নিউ ইয়ার

“একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
হ্যাপি নিউ ইয়ার”

হ্যাপি নিউ ইয়ার 2022 পিকচার

নতুন বছর আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশায় আপনাকে
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

নিউ ইয়ার 2022 পিকচারনিউ ইয়ার পিক ২০২২হ্যাপি নিউ ইয়ার 2022 ছবি 4

পুরানোকে বিদায় জানিয়ে,
নতুনকে বরণ করে,
আপনার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক।
শুভ নববর্ষ 2022

আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
আপনার জীবনটি নতুন বছরে উজ্জ্বল হয়ে উঠুক।
শুভ নববর্ষের শুভেচ্ছা

নতুন বছরের শুভেচ্ছা 2022

“নতুন বছোরের নতুন দিন,
অল্পো কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্নো গড়ুন
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।”

“ফুরিয়ে গেলাে একটি বছর,
সময় হল বিদায় বেলার,
নতুন দিনে নতুন ভাবে
দেখা হবে দুজনে আবার।
❦~Happy New Year~❦”

নিউ ইয়ার 2022 পিকচারনিউ ইয়ার পিক ২০২২হ্যাপি নিউ ইয়ার 2022 ছবি 2

“নতুন বছরে পুরানাে
প্রেমে নতুন করে ডুবি।
নতুন বছরে তােকে
আবার নতুন করে খুঁজি।”

আসন্ন নতুন বছরে কামনা করি
সবার জীবন যেন ভরে ওঠে
অনাবিল সুখ ও শান্তিতে…
হ্যাপী নিউ ইয়ার 2022

“নতুন বছর নতুন ভোর
নতুন দিনের আলো,
সারাটি বছর কাটুক তোমার
আগের চেয়ে ভালো।
❦~Happy New Year~❦”

HappyNewYear2022 11

দিনগুলি যেমনই হোক,
যাবে ঠিকই কেটে…
তবে বলো লাভটা কোথায়
পুরনো স্মৃতি ঘেঁটে?
সুখ-দুঃখ দিয়েই জীবন
ওঠে গড়ে।
নতুন আশায় এগিয়ে চলো,
বাঁচো নতুন করে।
হ্যাপি নিউ ইয়ার

নতুন বছরের প্রতিটি মুহূর্তে
ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে থাকুক।
তোমার জীবন ভালোবাসা,
আনন্দ এবং সুখে থাকায় কেটে যাক।
হ্যাপি নিউ ইয়ার

আমার সকল প্রিয় বন্ধু ও শত্রুকে জানাই
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
তোমাদের নতুন বছর হয়ে উঠুক খুশির ভান্ডার।
হ্যাপী নিউ ইয়ার

HappyNewYear2022 2

পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
হ্যাপি নিউ ইয়ার

তোমার জন্য প্রার্থনা করি
১২ মাস আনন্দের,
৫২ সপ্তাহ খুশির,
৩৬৫ দিন সাফল্যের
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য,
আর ৫২৫৬০০ মিনিট সৌভাগ্যের !
হ্যাপি নিউ ইয়ার!!

নতুন দিন,
নতুন মাস,
নতুন আশা,
নতুন সংকল্প,
নতুন আকাঙ্খা,
এবং নতুন বছর।
সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।
হ্যাপি নিউ ইয়ার

HappyNewYear2022 3

নতুন দিন, নতুন মাস,
নতুন আশা, নতুন সংকল্প,
নতুন আকাঙ্খা,
এবং নতুন বছর।
সব নতুন কিছু নিয়ে নতুন যাত্রা শুরু করো।
হ্যাপি নিউ ইয়ার

আজ দেখো নতুন স্বপ্ন,
ভুলে যাও সব পুরনো কষ্ট।
আজ করো নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
হ্যাপি নিউ ইয়ার

HappyNewYear2022 4

“বছর শেষের ঝরা পাতা
বললো উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেলো
হওয়ার সাথে ভেসে,
নতুন বছর আসছে তাকে
যত্ন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে
ভীষণ ভালো থেকো।
❦~Happy New Year~❦”

“নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক
শুধুই ভালোবাসা।
❦~Happy New Year~❦”

“কামনা করি নতুন বছরের
আগমনে প্রতিবারের মতন
শুধু ক্যালেন্ডার না বদলে
মানুষের চিন্তাভাবনাটাও বদলায়।
❦~শুভ নববর্ষ~❦”

HappyNewYear2022 5

“পুরানাে সব স্মৃতি করে
ফেল ইতি,
পুরানাে সব কষ্ট করে
ফেল নষ্ট,
পুরানাে সব বেদনা আর
মনে রেখ না,
পুরােনের হয়েছে মরন
নতুন করে করো বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে
সূর্যটা হাঁসে, তােমায় ভালবাসে।
তাই তােমাকে আমি জানাই
নতুন বছরের শুভেচছা।”

“ নতুন বছর নতুন ভোর
নতুন দিনের আলো,
সারাটি বছর কাটুক তোমার
আগের চেয়ে ভালো।
❦~Happy New Year~❦”

HappyNewYear2022 7

Related Articles

Back to top button