FestivalValentine's Day

ভালোবাসা দিবসের নতুন কবিতা – ভালোবাসা দিবস ২০২৩

ভালোবাসা দিবসের ছন্দ, স্ট্যাটাস, উক্তি, ছবি, পোস্ট, পিকচার, কবিতা

আসসালামু আলাইকুম। ‘ক্যাম্পাস প্রতিদিন’ এর নিয়মিত ভিজিটরদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমরা ‘বিশ্ব ভালোবাসা দিবস’ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ্‌।

Happy Valentine’s Day

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

ভালোবাসা দিবসের শুভেছা

ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা,বাড়িতে কোনো পোষ্য প্রাণীর বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে, এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

ভালোবাসা দিবস কত তারিখ?

ভালোবাসা দিবস কত তারিখে এটা নিয়ে আমাদের মনে কৌতূহলের শেষ নেই। ২০২৩ সালের ভালোবাসা দিবস হবে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার। বাংলা ১৪২৯ সনের ১লা ফাল্গুন এবং হিজরি ১৪৪৪ সনের ২২ রজব।

ভালোবাসা দিবসের উক্তি

আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্য বার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা সবসময়। → রবীন্দ্রনাথ ঠাকুর

 

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। →হুমায়ূন আজাদ 

 যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর। →হুমায়ূন আহমেদ

 

আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা তোমার পড়ে এসো →হেলাল হাফিজ

 

‘ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। → জর্জ চ্যাপম্যান

 

প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি। →হল.রুক.জ্যাকসন

ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।  →টমাস ফুলার

 

একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন।  →ব্রাটন

একদিন বৃষ্টিতে বিকেলে, থাকবেনা সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ-রাস্তায়, ভিজে যাবে চটি, জামা, মাথা
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া, দোকানপাট সব বন্ধ
শুধু তোমার-আমার হৃদয়ে ভিজে মাটির সোদা গন্ধ! →অঞ্জন দত্ত

 

ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। →টমাস ফুলার

ভালোবাসা দিবসের নতুন কবিতা

ছেড়ে যাওয়ার তো অনেক কারণ থাকে।
তবে ভালোবাসার একটি কারণই থাকে!
সেটি হলো, “আমি তোমাকে ভালোবাসি”♥

যদি দেখা না হয়
ভেবো না দূরে আছি…
যদি কথা না হয়
ভেবো না ভুলে গেছি…
যদি না হাসি
ভেবো না অভিমান করেছি…
যদি ফোন না করি
ভেবো না হারিয়ে গেছি…
শুধু মনে রেখো
খুব ভালোবাসি তোমায়♥

যতোটা জানো তুমি
তার চেয়েও বেশি তোমায় ভালোবাসি♥

ভালোবাসি যতোটা, বোঝাতে পরিনি
সেটা ঠিক কতটা,
তবে বলতে পারি এতোটা, আমি নিজের
হইনি যতোটা, তার থেকেও
বেশি তুমি আমার ভেতর বাহির পুরোটা♥

 

মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি♥

 

ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন,যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা♥

ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে♥

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য♥

ভালোবাসা দিবসের ছবি 2023

happy valentines day sms

valentines day 2023 pic

valentines day 2023 pictures

valentines day 2023 sms

valentines day 2023

valentines day captions

valentines day date

valentines day pic 2023

valentines day pic

valentines day picture

valentines day status

valentines day

 

Related Articles

Back to top button