News

ই-পাসপোর্ট অনলাইন আবেদন | E Passport Bangladesh

দালাল ছাড়াই ঘরে বসে করে ফেলুন পাসপোর্ট এর আবেদন ।

How to Apply for e-Passport A to Z Online

পাসপোর্ট এর কথা মাথাই আসলে আমাদের মাথাই সবার প্রথমে জেই চিন্তাটি চলে আসে তা হল , দালাল বা দরবেশ বাবা এর কথা !! কিন্তু আজ আমরা দেখব কিভাবে দালাল বা দরবেশ বাবা এর সাহায্য ছাড়াই নিজেদের পাসপোর্ট নিজেরাই বানাতে পারি।

ই-পাসপোর্ট

বর্তমানে সকল ক্ষেত্রেই আমরা যেমন আধুনিক হচ্ছি , সেভাবেই বাংলাদেশ সরকার পাসপোর্ট এর ক্ষেত্রে চালু করেছে ই-পাসপোর্ট । যাকে মূলত বলা হয় – Biometric passport

Biometric passport

A biometric passport is a traditional passport that has an embedded electronic microprocessor chip which contains biometric information that can be used to authenticate the identity of the passport holder.

ই-পাসপোর্টের সুবিধা

ই-পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই-গেট ব্যবহার করে খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমেই ইমিগ্রেশন দ্রুত হয়ে যাবে। ই-গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে।

ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া

ই-পাসপোর্টের অনলাইন আবেদন  এর জন্য প্রথমে আমাদের https://www.epassport.gov.bd/  এই লিংক এ প্রবেশ করতে হবে ।

e passport gov bd

এখানে নীচের দিকে নির্দেশিকা / Instructions নামের একটি বক্স আছে। আবেদনটি করার পূর্বে সকলের এগুলো ভাল ভাবে পড়ে নেওয়া উচিৎ।

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী:

১। ই-পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে।

২। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোন কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না।
৩। ই-পাসপোর্ট ফরমে কোন ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না।
৪। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে।
৫। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র (NID) নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৬। জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে-
(ক) ১৮ বছরের নিম্নে হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version).
(খ) ১৮-২০ বছর হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version)
(গ) ২০ বছরের উর্ধে হলে জাতীয় ‍পরিচয়পত্র (NID) আবশ্যক । তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) গ্রহণযোগ্য হবে।

৭। তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণীয়।
৮। দত্তক/অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে।
৯। আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ঠ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে।
১০। ১৮ বছরের নিম্নের এবং ৬৫ বছরের ‍উর্ধ্বে সকল আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ হবে ০৫ বছর এবং ৪৮ পৃষ্ঠার।
১১। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) আপলোড/সংযোজন করতে হবে।
১২। প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC)/ প্রত্যয়নপত্র/ অবসরোত্তর ছুটির আদেশ (PRL Order)/ পেনশন বই আপলোড/সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ Website এ আপলোড থাকতে হবে।
১৩। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে।
১৪। দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট (VAT) সহ অন্যান্য চার্জ (যদি থাকে) অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে।
১৫। কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও ওয়েলফেয়ার উইং (Consular and Welfare Wing) অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
১৬। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
১৭। অতি জরুরী পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে (নতুন ইস্যু) নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে।

১৮। (ক) দেশের অভ্যন্তরে অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(খ) দেশের অভ্যন্তরে জরুরী পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
(গ) দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে ১৫ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে।
১৯। আবেদনের সময় মূল জাতীয় ‍পরিচয়পত্র (NID), অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ (GO)/অনাপত্তি (NOC) প্রদর্শন/দাখিল করতে হবে।
২০। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে।
২১। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন/দাখিল করতে হবে।
২২। ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
২৩। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে ।

ই-পাসপোর্ট আবেদনের ৫(পাঁচ) টি ধাপ

ই-পাসপোর্ট আবেদনের জন্য ৫টি সহজ ধাপ রয়েছে।
ধাপগুলো হলো: 
ধাপ-১ : বর্তমানে বসবাসরত এলাকায ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কি না দেখুন । 
ধাপ-২ : অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ করুন।
  • অনলাইন আবেদন : আবেদন প্রক্রিয়ার জন্য ক্লিক করুন ‘এখানে’ ।
ধাপ-৩ : পাসপোর্ট ফি পরিশোধ । 
  • পাসপোর্ট ফি ও ব্যাংক পেমেন্ট এর জন্য ক্লিক করুন ‘এখানে’ ।
ধাপ-৪ : ছবি ও ফিঙ্গার প্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ । 
  • ছবি ও ফিঙ্গার প্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়েছেন কি না নিশ্চিত হোন।
ধাপ-৫ : পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট সংগ্রহ । 
  • ডেলিভারী স্লিপ/রশিদ: এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার পর প্রদেয় স্লিপ ।
  • অনুমোদিত প্রতিনিধির(নিজ জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে) কাছে পাসপোর্ট প্রদান করা যাবে।

এখন আমাদের Apply Online for e‑Passport / Re‑Issue অথবা অনলাইনে পাসপোর্ট আবেদন:নতুন/রি‑ইস্যু এই বক্স এ ক্লিক করতে হবেঃ e passport gov bd

 

Step 1 . আপনি কি বাংলাদেশি কিনা ঐটা YES টিক দিয়ে , আপনার জেলা ও থানা নির্ধারণ করে continue করুন।

ই পাসপোর্ট করুন ঘরে বসেই

Step 2: আপনার ইমেইল অ্যাড্রেস দিন এবং continue করুন।

Screenshot 129 e1653127719646

 

Step 4 : এখানে আপনি আপনার ইমেইল এ প্রবেশ করবেন এবং আপনার ইমেইল কনফরম করবেন।

Screenshot 131 e1653127847355

ইমেইল কনফরম করতে এই লিংক এ ক্লিক করবেন।

Screenshot 134

Step 5: এখানে আপনাকে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

এবং Apply For a new passport এ ক্লিক করতে হবে।

 How to Apply E Passport in Bangladesh

 

এরপর পরবর্তী ধাপে আপনাকে step by step আপনার সকল ইনফর্মেশন দিতে হবে।

মনে রাখবেন , সকল তথ্য আপনার এন আই ডি কার্ডের অনুযায়ী সঠিক তথ্য গুলো দিবেন। কোন ভাবেই জেন ভুল না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে।How to Apply E Passport in Bangladesh

এরপর একদম শেষের দিকে আপনি কোন ধরনের পাসপোর্ট নিবেন ও কত টাকা চার্জ পরবে ঐটা ঠিক করতে হবে।

 

পাসপোর্ট আবেদন করার নিয়ম

নিম্নে পাসপোর্ট এর চার্জ সমূহ দেয়া হল :

e-Passport with 48 pages and 5 years validity
Regular delivery within 15 Working days / 21 days: TK 4,025
Express delivery within 7 Working days / 10 days: TK 6,325
Super Express delivery within 2 Working days: TK 8,625

e-Passport with 48 pages and 10 years validity
Regular delivery within 15 Working days / 21 days: TK 5,750
Express delivery within 7 Working days / 10 days: TK 8,050
Super Express delivery within 2 Working days: TK 10,350

e-Passport with 64 pages and 5 years validity
Regular delivery within 15 Working days / 21 days: TK 6,325
Express delivery within 7 Working days / 10 days: TK 8,625
Super Express delivery within 2 Working days: TK 12,075

e-Passport with 64 pages and 10 years validity
Regular delivery within 15 Working days / 21 days: TK 8,050
Express delivery within 7 Working days / 10 days: TK 10,350
Super Express delivery within 2 Working days: TK 13,800

 

শেষে আপনি আপনার ডেলিভারি অপশন ঠিক করে Continue and process to payment এ ক্লিক করবেন।

Screenshot 145 e1653129777696

 

এরপর আপনার সম্পূর্ণ আবেদন এর ফর্মটি review and edit করার সুযোগ দিবে । যদি কোন ভুল থাকে সগুলো এডিট করে continue করবেন।

how to apply e passport in bangladesh 2022

উপরের পেজটি Payment এর কাজে প্রয়োজন পড়বে। তাই প্রিন্ট সামারি থেকে পেজটি প্রিন্ট ও PDF এ সেভ করে নিবেন।

Payment এর জন্য প্রিন্ট কপিটি নিয়ে যেসকল ব্যাংক ( ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank ) পাসপোর্ট এর টাকা জমা নেয়, সেখানে গিয়ে টাকা জমা দিতে হবে।

টাকা জমা দেবার রসিদ ও আবেদন এর প্রিন্ট কপি নিয়ে চলে যান ,আপনার পাসপোর্ট অফিসে ।

আশা করা যাই ১৫/২০ দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

ই-পাসপোর্ট আবেদনের জন্য কি কি দলিলাদি প্রয়োজন?

-ই-পাসপোর্ট আবেদনের জন্য নিম্মবর্ণিত কাগজপত্রের প্রয়োজনঃ

১. প্রিন্টকৃত আবেদন ফরম।

২. জাতীয় পরিচয়পত্রের মূল ও ফটোকপি।

৩. পূর্বের পাসপোর্ট ও এর ফটোকপি (যদি থাকে)।

৪. ১৮ (আঠার) বছরের নিম্মে আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন

সনদ ও পিতামাতার এনআইডি।

৫. ০৬ (ছয়) বছরের নিম্মে আবেদনকারীদের ক্ষেত্রে ‘3R’ আর সাইজের ছবি।

৬. ১৫ (পনের) বছরের নিম্মে আবেদনকারীদের পিতা-মাতার ছবি অথবা বৈধ

অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ।

তথ্য/তথ্যাবলি পরিবর্তন করতে সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে :

স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পেশা অথবা অন্যান্য তথ্যাদি পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।

আপনি যদি নিশ্চিত না হন যে কি কি কাগজপত্র সাথে আনবেন, তাহলে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন ।

 

আরো দেখুনঃ বে-সরকারি চাকরির খবর

Thanks to everyone for visiting our website! You can visit our website first to get all the information related to education. Every day we publish education information as well as job news, results, routines, admission information, assignments, success stories, and necessary information of daily life. If you want to connect with us on Facebook, visit our Page: https://www.facebook.com/iChakrirDunia

Related Articles

Back to top button