এইচএসসি পরীক্ষা ২০২২-এর ফল বোর্ড চ্যালেঞ্জের নিয়মাবলী | HSC 2023 Board Challenge
গত ০৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাসের হার ৮৫.৯৫ শতাংশ। এবারের ফলাফলে মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৫৬১ জন ছাত্র আর জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৯৫ হাজার ৭২১ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা ২০২২ এ পরীক্ষায় অংশগ্রহণকারীরর সংখ্যা ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
গত বছর (২০২১) জিপিএ ৫ এর সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ফলে গত বছরের তুলনায় এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।
নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী।
Table of Contents
HSC 2023 Board Challenge date
এইচএসসি পরীক্ষা ২০২২-এর ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শুরু হবে ০৯ ফেব্রুয়ারী ২০২৩ থেকে। যা আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত চলবে। উল্লেখ্য, প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০/-( তিন শত) টাকা।
এইচএসসি পরীক্ষা ২০২২-এর ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং পদার্থ বিষয়ে পরীক্ষার্থী আবেদন করতে চাইলেঃ
Message অপশনে RSC DHA 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের ১ম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে।
যেমনঃ ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে
RSC < Space > DHA <Space> Roll Number <Space> 174,176 লিখতে হবে।
- প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০/- (তিনশত) টাকা ।
- দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে। এক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/- (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে।
- ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।
১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত চলমান এই কার্যক্রমের পর উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করে পুনয়ার ফলাফল প্রকাশ করা হবে।