News

এইচএসসির রেজাল্ট প্রকাশ হবে কবে? কখন?

এইচএসসির রেজাল্ট প্রকাশ হবে কবে? কখন?:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আগামী ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে শ্যুটিং ক্লাবে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। আগামী সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিনই ফল ঘোষণা করা হবে।

জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত বছরের ডিসেম্বরে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

এইচএসসি ফলাফল ২০২১
এইচএসসি ফলাফল ২০২১

আগামী ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচএসসি ফলাফল ২০২২: আগামী ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৩ ই ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষারফল প্রকাশিত হবে।

Table of Contents

এইচএসসি ফলাফল ২০২২

এদিকে বোর্ড সূত্র জানা গেছে, ফল প্রস্তুত। বোর্ডসুত্র আরো জানায়,  আজ বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের তারিখ পাওয়া গেছে। তবে, ঠিক কয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন তা এখনও জানা যায়নি।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।

এইচএসসি ফলাফল ২০২১ যেভাবে জানবেনঃ

HSC Result 2022 Eboardresult.com
HSC Result 2022 Eboardresult.com
  • ধাপ ১: আপনার কম্পিউটার বা ফোনের ব্রাউজার থেকে থেকে  দেশের ওয়েব বেজড পাবলিকেশন সিস্টেম https://eboardresults.com এ ঢুকে পড়ুন।
  • ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে এইচএসসি HSC/Alim/ Equivalent নির্বাচন করুন।
  • ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2021 সিলেক্ট করুন।
  • ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
  • ধাপ ৬:  রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল Individual অপশন সিলেক্ট করুন।
  • ধাপ ৭: আপনার Roll No, Registration No ও Security Key লিখে “Get Result” এ ক্লিক করুন
  • ধাপ ৮: আপনার সামনে রেজাল্ট প্রদর্শিত হবে!

মোবাইলের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২১ যেভাবে জানবেনঃ

hsc result 2021 by sms

এইচএসসি রেজাল্ট ২০২০ পরীক্ষার ফলাফল আপনার মোবাইলে পেতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ

HSC স্পেস আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস আপনার রোল নম্বর স্পেস 2021 আর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

উদাহরণঃ HSC DHA 123456 2021  

আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ
  1. Dhaka Education Board: DHA
  2. Rajshahi Education Board: RAJ
  3. Chittagong Education Board: CHI
  4. Sylhet Education Board: SYL
  5. Dinajpur Education Board: DIN
  6. Jessore Education Board: JES
  7. Comilla Education Board: COM
  8. Mymensingh Education Board: MYM
  9. Barisal Education Board: BAR
  10. Technical Education Board: TEC
  11. Madrasah Education Board: MAD

এইচএসসি ফলাফল ২০২১ (ভিডিও)

যে সকল শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে 

এইচএসসি রেজাল্ট ২০২১

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – ঢাকা বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – চট্টগ্রাম বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – রাজশাহী বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – কুমিল্লা বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – যশোর বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – দিনাজপুর বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – সিলেট বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – বরিশাল বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – ময়মনসিংহ বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – মাদরাসা বোর্ড

line

Live Result: এইচএসসি রেজাল্ট ২০২১ – কারিগরি বোর্ড

line

রেজাল্ট দেখার সব চাইতে ভালো মাধ্যম হলো অনলাইন কিন্তু বন্ধুরা তোমাদের যে দিন রেজাল্ট প্রকাশ করা হয় যে দিন অধিক ভিজিটর এর কারণে রেজাল্ট দেখার ওয়েব সাইট গুলো সারভার ডাউন হয়ে যায় । তাই আমরা অনেক রেজাল্ট দেখতে পাইনা । কিন্তু তুমি যদি কিছু ক্ষণ পরে আবার চেষ্ঠা করো তাহলে রেজাল্ট দেখতে পারবে ।

এই পেজে যে টপিকস আলোচনা করা হয়েছে: HSC পরীক্ষার রেজাল্ট 2021,HSC পরীক্ষা ফলাফল 2021,HSC পরীক্ষার ফলাফল2021,2021 সালের HSC পরীক্ষার ফলাফল,এইচএসসি2021 রেজাল্ট,এইচএসসি2021 এর রেজাল্ট,HSC 2021 পরীক্ষার ফলাফল,জে এস সি 2021 রেজাল্ট,এইচএসসিপরীক্ষার রেজাল্ট 2021,এইচএসসিপরীক্ষার ফলাফল 2021,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১,এইচএসসিপরীক্ষা ২০২১ এর ফলাফল,২০২১ সালের এইচএসসিপরীক্ষার ফলাফল,এইচএসসিপরীক্ষার ফলাফল 2021,2021 সালের এইচএসসিপরীক্ষার ফলাফল,এইচএসসিমার্কশীট ২০২১,এইচএসসিপাসের হার ২০২১, এইচএসসিও , HSC পরীক্ষার ফলাফল 2021 এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ কুমিল্লা বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ যশোর বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ ঢাকা বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ বরিশাল বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ সিলেট বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ চট্টগ্রাম বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ দিনাজপুর বোর্ড,এইচএসসিপরীক্ষার ফলাফল ২০২১ রাজশাহী বোর্ড,এইচএসসি২০২১ এর ফলাফল, hsc result 2021, hsc result 2021 update news, hsc result, hsc result 2021 update news today, hsc result 2021 published date, hsc result kobe dibe, hsc result kobe dibe 2021, shovon study, hsc, hsc result 2022, hsc 2021, hsc exam result 2021, এইচ এস সি রেজাল্ট ২০২১ কবে দিবে, এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২১, এইচ এস সি রেজাল্ট ২০২১, hsc 2021 result, hsc result published date 2021, hsc 2021 result system, hsc exam result 2021 update news, এইচএসসি রেজাল্ট ২০২১, এইচ এস সি রেজাল্ট কবে দিবে ২০২১, hsc result 2021 date, hsc exam 2021, hsc exam, hsc 2021 er result kobe dibe, hsc exam 2021 update news, এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, result, hsc 2021 result date, এইচ এস সি, edu news, এইচএসসি রেজাল্ট, hsc result kivabe dekhbo, edu news today, update bd, এইচ এস সি রেজাল্ট কবে দিবে, রেজাল্ট, এইচ এস সি রেজাল্ট, hsc 2021 result news, bd education, hsc result published date, hsc result 2022 published date, hsc result 2021 kobe dibe, hsc 2021 রেজাল্ট কবে দিবে ও রেজাল্ট খারাপ হলে করণিয় কি জানালেন শিক্ষামন্ত্রী | hsc result update, এইচ এস সি রেজাল্ট যে দিন প্রকাশ হবে, hsc 21 result kobe dibe, hsc 2021 শিক্ষার্থীদের বিরাট ২ টি সুসংবাদ দিয়ে একি বললেন শিক্ষামন্ত্রী | hsc result 2021 | update bd, এইচএসসি ২০২১ শিক্ষার্থীদের ২ টি বড় সুসংবাদ, এইচএসসি ২০২১ রেজাল্ট নিয়ে একি বললেন শিক্ষামন্ত্রী, exam, hsc result kivabe ber korbo, এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২২, hsc result dekhbo kivabe, hsc result 2021 update news bm, hsc result date, 2021, এইচএসসি ২০২১ রেজাল্ট কিভাবে হবে, এইচএসসি রেজাল্ট 2021

Related Articles

Back to top button