অফার!অফার!দারুণ অফার!
রিয়েলমি কিনে হয়ে যান লাখপতি! চলছে রিয়েলমি বর্ষ সেরা অফার ও উপহার। এই অফারটি শুধু মাত্র realme official Smartphone [realme GT NEO2, realme GT Master Edition, realme 8, realme 8 5G, realme C25Y, realme C21Y, realme C11 2021, realme C25s, realme C25, realme C20A] এর জন্যে প্রযোজ্য। শুধু মাত্র রিয়েলমি স্মার্টফোন শপ থেকে কিনলে অফারটি পাবেন।
রিয়েলমি হলো একটি চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি, যার সদর দফতর বেইজিংয়ে অবস্থিত। স্কাই মে ২০১৮ সালের ৪ মে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন, যিনি অপ্পোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। রিয়েলমি স্মার্টফোন ছাড়াও অন্যান্য বিভিন্ন পণ্য যেমন ইয়ারফোন, ওয়্যারলেস ইয়ারফোন, টি-শার্ট, ব্যাগ, ফিটনেস ব্যান্ড, স্মার্টওয়াচ ইত্যাদি উৎপাদন করে।
রিয়েলমি মেগা অফারে লাখপতি ক্যাম্পেইনের শর্তাবলীঃ
১। “রিয়েলমি মেগা অফারে লাখপতি” অফার টি চলবে ৭ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এই অফারটি শুধু মাত্র realme official Smartphone [realme GT NEO2, realme GT Master Edition, realme 8, realme 8 5G, realme C25Y, realme C21Y, realme C11 2021, realme C25s, realme C25, realme C20A] এর জন্যে প্রযোজ্য। অনলাইনের কোনো IMEI এই অফারের আওতায় থাকবে না। শুধু মাত্র রিয়েলমি স্মার্টফোন শপ থেকে কিনলে অফারটি পাবেন।
২। ১ লাখ টাকা, কক্সবাজার ট্যুর, রিয়েলমি ল্যাপটপ, রিয়েলমি প্যাড বিজয়ীকে রিয়েলমি থেকে যোগাযোগ করে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার গ্রহনের সময় জাতীয় পরিচয় পত্র, যে ফোন এর আই এম ই আই পুরস্কার জিতেছে সেটি সাথে নিয়ে আসতে হবে।
৩। স্পোর্টস ওয়াটার বোতল, ফ্রি গিফটস, ফ্যাশন কুপন বিজয়ী ক্রেতা পরবর্তিতে রিয়েলমি থেকে একটা কল/এস এম এস পাবেন আপনার গিফট সংগ্রহের জন্য।
৩। আপনি যদি লটারির মাধ্যমে ক্যাশব্যাক (৫০০/১০০ টাকা) পান, সেক্ষেত্রে স্মার্টফোনের নির্ধারিত মূল্য (MRP) থেকে ক্যাশব্যাক এর টাকা বাদ দিয়ে বাকি টাকা পরিশোধ করতে হবে।
৪। আপনি যদি লটারির মাধ্যমে Free realme GT ME/realme 8 5G/realme 8 পান সেক্ষেত্রে শপ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস (ন্যাশনাল আইডি কার্ড কপি, ফোন গ্রহনের স্বাক্ষর) প্রদান সাপেক্ষে স্মার্টফোনটি সংগ্রহ করুন।
৫। realme Bag Pack/Watch/realme Band 2/Buds 2 NEO/Sports Bottle/realmeow Key ring – লটারির মাধ্যমে এই পুরষ্কার পেলে, পুরষ্কারপ্রাপ্ত ক্রেতাকে স্মার্টফোন ক্রয়ের দিন থেকে ৭-১০ দিন অপেক্ষা করতে হবে। গিফট পাঠানোর সাথে সাথে বিজয়ী ক্রেতাকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তীতে ওই শপ থেকে গিফট সংগ্রহ করতে হবে। গিফট এক্সেসরিসে কোন ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
৬। ক্যাম্পেইনের অফার এবং সময়সীমা পরিবর্তনের ক্ষমতা realme কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৮। এই অফারের আওতায় প্রতিটি স্মার্টফোন গ্রামীনফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক থেকে ফ্রি ইন্টারনেট ডাটা বান্ডল পাবেন। ডাটা বান্ডল অফারের বিস্তারিত জানতে ক্লিক করুন: ক্লিক করুনঃ
৯। ডাটা বান্ডল অফারের ক্ষেত্রে BTRC – এর নির্দেশ অনুযায়ী যেকোন সময় পরিবর্তন বা বাতিল হতে পারে।
বিশেষ দ্রষ্টব্যঃ বিস্তারিত জানতে কল করুনঃ 09610555555
রিয়েলমি হ্যান্ডসেট কিনে উপভোগ করুন এক্সাইটিং ইন্টারনেট অফার!
Grameenphone customers will enjoy the below bundle offers:
Robi & Airtel customers will enjoy the below bundle offers:
Banglalink customers will enjoy the below bundle offers: