PSC Chairman List – List of PSC Chairman in Bangladesh [New & Updated]
PSC Chairman List: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা। সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। ব্রিটিশ শাসনের ঐতিহ্যবাহী অধিকাংশ দেশে ‘সিভিল’ বা ‘পাবলিক’ সার্ভিস কমিশন গঠনের মূল উদ্দেশ্য হলো সরকারি চাকুরিতে নিয়োগ প্রদান এবং চাকুরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সকল সিদ্ধান্ত যাতে মেধা ও সমদর্শিতার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তা নিশ্চিতকরণ। বাংলাদেশে এই সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে অভিহিত।
ভারত উপমহাদেশে ১৯২৬ সালে প্রথম পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন গঠিত হয় এবং এটি ব্রিটিশ ভারতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকুরিতে নিয়োগ দানের কার্যক্রম পরিচালনা করত। ১৯১৯ সালের ভারত শাসন আইন এবং পরবর্তী ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী বিভিন্ন প্রদেশে দায়িত্বশীল সরকার গঠিত হওয়ার পর ১৯৩৭ সালে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনসহ প্রদেশ পর্যায়েও অনুরূপ কমিশন গঠিত হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ব্রিটিশ ভারতের পাবলিক সার্ভিস কমিশনের আদলে পাকিস্তানের কেন্দ্র ও প্রদেশ উভয় পর্যায়েই অনুরূপ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। এভাবেই ১৯৪৭ সালের আগস্ট মাসে পূর্ববঙ্গে (পরে পূর্ব পাকিস্তান) পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা।
বাংলাদেশের স্বাধীনতালাভের পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির ৩৪ নং আদেশবলে ১৯৭২ সালের মে মাসে প্রাথমিক পর্যায়ে পাবলিক সার্ভিস কমিশন (প্রথম) ও পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়) নামে দুটি আলাদা কমিশন গঠিত হয়। কিন্তু ১৯৭২ সালের নভেম্বর মাসে গৃহীত সংবিধানে পাবলিক সার্ভিস কমিশন সংক্রান্ত ধারাসমূহ কার্যকর করার লক্ষ্যে সরকার নতুন একটি রাষ্ট্রপতি-আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৫, ১৯৭৩) জারি করে যা কার্যত ১৯৭২ সালের মে মাস থেকে পাবলিক সার্ভিস কমিশন দুটির আনুষ্ঠানিক নিয়মিতকরণ সম্পন্ন করে। অবশ্য সরকার ১৯৭৭ সালের নভেম্বর মাসে দুটি কমিশনের স্থলে একটি কমিশন স্থাপন করার লক্ষ্যে আরেকটি অধ্যাদেশ জারি করে এবং ১৯৭৭ সালের ২২ ডিসেম্বর এই কমিশনের নামকরণ হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।
Table of Contents
Tahsan Biography: Mother, Family, Wife, Age, Net Worth
আইনগত ভিত্তির পরিবর্তে বরং সাংবিধানিক ভিত্তিই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে (৯ম ভাগের ২য়) কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক (কার্যত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে) পাঁচ বছর মেয়াদে অথবা তাদের বয়স পঁয়ষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগযোগ্য সর্বোচ্চ বা সর্বনিম্ন সদস্যের সংখ্যা সংবিধানে নির্দিষ্ট করা হয় নি। তবে ১৯৭৭ সালে জারিকৃত রাষ্ট্রপতির এক অধ্যাদেশে চেয়ারম্যানসহ এ সংখ্যা সর্বোচ্চ পনেরো (ন্যূনতম ছয়) নির্ধারণ করা হয়েছে। সদস্য হিসেবে নিয়োগ লাভের জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। তবে কমিশনের মোট সদস্যের অন্তত অর্ধেক থাকবেন ন্যূনতম বিশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তা। সাধারণত সরকারি বিভাগ থেকে নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা সকলেই শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাচিত হন এবং অন্যান্যদের অধিকাংশই থাকেন প্রবীণ শিক্ষাবিদ। সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর একজন কর্মকর্তা পুনরায় কোনো সরকারি চাকুরিতে (পাবলিক সার্ভিস কমিশন সহ) নিয়োগ লাভের যোগ্য বিবেচিত হন না। কিন্তু ব্যতিক্রম ঘটে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ক্ষেত্রে, যিনি চাকুরি থেকে অবসর গ্রহণ সত্ত্বেও চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত এক মেয়াদের জন্য এবং একইভাবে কমিশনের একজন সদস্যও অবসর গ্রহণের পর কমিশনের সদস্য বা চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত এক মেয়াদের জন্য পুনরায় নিয়োগ পেতে পারেন।
প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ
PSC Chairman List |
||
---|---|---|
নাম | কর্মকাল | |
মোঃ সোহরাব হোসাইন | বর্তমান মাননীয় চেয়ারম্যান | |
ড. এ কিউ. এম বজলুল করিম
|
১৫-০৫-১৯৭২ ১৫-১২-১৯৭৭ |
|
মহিউদ্দিন আহমেদ | ২৫-০৫-১৯৭২ ১৪-১২-১৯৭৭ |
|
এম মইদুল ইসলাম | ২২-১২-১৯৭৭ ২১-১২-১৯৮২ |
|
ফায়েজ উদ্দিন আহমেদ | ২২-১২-১৯৮২ ৩১-০৫-১৯৮৬ |
|
এস. এম. আল হোসেনী | ০১-০৬-১৯৮৬ ০১-০৫-১৯৯১ |
|
প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ | ১৪-০৯-১৯৯১ ৩১-০১-১৯৯৩ |
|
প্রফেসর ড. এস, এম. এ. ফয়েজ | ০১-০৩-১৯৯৩ ০৫-০৩-১৯৯৮ |
|
প্রফেসর ড. মোঃ মুস্তফা চৌধুরী
|
২৫-০৩-১৯৯৮ ২৩-০১-২০০২ |
|
প্রফেসর ড. জেড. এন. তাহমিদা বেগম
|
০৯-০৫-২০০২ ০৭-০৫-২০০৭ |
|
ড. সাদাত হোসেন | ০৯-০৫-২০০৭ ২৩-১১-২০১১ |
|
এ. টি. আহমেদুল হক চৌধুরী | ২৭-১১-২০১১ ২০-১২-২০১৩ |
|
ইকরাম আহমেদ | ২৪-১২-২০১৩ ১৩-০৪-২০১৬ |
|
ড. মোহাম্মদ সাদিক | ০২-০৫-২০১৬ ১৮-০৯-২০২০ |
মোঃ সোহরাব হোসাইন
মোঃ সোহরাব হোসাইন ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন । চেয়ারম্যান পদে যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে সিভিল সার্ভিসে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শেষ করেছেন । তিনি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বি.সি.এস. প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা ছিলেন ।
জনাব সোহরাব কর্মজীবনের সততা ও নিষ্ঠার জন্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের এক সুপরিচিত ব্যক্তিত্ব । তিনি ১৯৮৬ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর উজ্জ্বল ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের মাঠ প্রশাসন এবং মন্ত্রণালয় / বিভাগের অনেক গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন । তিনি জাতিসংঘের United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO)-এ বাংলাদেশের প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন । তিনি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন-এর মহাসচিব এর দায়িত্ব পালন করেছেন । তিনি Islamic World Educational, Scientific and Cultural Organization (ICESCO) এর নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । এ ছাড়াও তিনি দেশি-বিদেশি বহু সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন ও আছেন । তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য । তিনি সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।
জনাব সোহরাব ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত । তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন ।
জনাব সোহরাব বাংলাদেশের বিভিন্ন সিভিল সার্ভিস প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করে থাকেন । পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিশ্বের পঁয়ত্রিশটিরও অধিক দেশ সফর করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন ।
জনাব মোঃ সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম মোঃ হাবিব উল্লাহ এবং মাতা মরহুমা রহিমা খাতুন । তাঁর সহধর্মিণী মাহমুদা ইয়াসমিন পিএইচ.ডি. বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক । একমাত্র সন্তান কন্যা সামারা হোসাইন (আরিয়া) ।
প্রশিক্ষণ
স্থানীয় প্রশিক্ষণ:
কোর্সের শিরোনাম | প্রতিষ্ঠান |
বি.এম.এ. ট্রেইনিং | বি.এম.এ., ভাটিয়ারি, চট্টগ্রাম |
ল’ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্স | বি.সি.এস. প্রশাসন একাডেমি |
৭ম স্পেশাল ফাউন্ডেশন কোর্স | বি.পি.এ.টি.সি., সাভার |
ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট | পি.এ.সি.সি., জনপ্রশাসন মন্ত্রণালয় |
মাইক্রো কম্পিউটিং অ্যাপ্লিকেশনস ইন অ্যাডমিন | বিয়াম ফাউন্ডেশন |
৬০তম এ.সি.এ.ডি. কোর্স | বি.পি.এ.টি.সি., সাভার |
ই-ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম | পি.এ.সি.সি., জনপ্রশাসন মন্ত্রণালয় |
বৈদেশিক প্রশিক্ষণ:
কোর্সের শিরোনাম | দেশ |
গ্রুপ ট্রেনিং প্রোগ্রাম অন টেক্সটবুক ডেভেলপমেন্ট | নেদারল্যান্ড |
পেডাগোজি অ্যান্ড ইনস্ট্রাকশনাল ম্যানেজমেন্ট অব প্রাইমারি টিচার | ফিলিপাইন |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন প্রাইমারি স্কুল | অস্ট্রেলিয়া, শ্রীলংকা |
ট্রেনিং অন একাডেমি সুপারভিশন টেকনিক ফর টিচারস ট্রেইনার্স | মালয়েশিয়া, ফিলিপাইন |
ফাইনানশিয়াল ওপেনিং অ্যান্ড ফাইনানশিয়াল রিস্ক ম্যানেজমেন্ট | চীন |
অ্যাডভান্সড কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এ.সি.এ.ডি.) | দক্ষিণ কোরিয়া |
এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনসালটেশন অন ইউনিভার্সাল
এক্সেস টু প্রিভেনশন ট্রিটমেন্ট অ্যান্ড সাপোর্ট |
থাইল্যান্ড |
কালচার অব পিস | ইউ.এস.এ. |
গভর্ণমেন্ট হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট ফর সিনিয়র অফিসিয়ালস | জাপান |
মেম্বার অফ দ্যা ফ্যাক্ট ফাইন্ডিং অব বাংলাদেশ | ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া,
মেক্সিকো, জ্যামাইকা, পানামা |
স্ট্রেন্দেনিং গভর্ণমেন্ট থ্রু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব দ্যা
বি.সি.এস. ক্যাডার অফিসিয়াল |
অস্ট্রেলিয়া |
এডুকেশন প্রোজেক্ট প্লানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন | ইতালি, স্পেন, ইংল্যান্ড |
সেমিনার এবং ওয়ার্কসপের নাম ও প্রতিষ্ঠান
সেমিনার এবং ওয়ার্কসপের নাম | প্রতিষ্ঠান / দেশ |
কালচার অব পিস | জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্র |
যে সব প্রতিষ্ঠান ও সংগঠনে দায়িত্ব পালন করেছেন :
- বাংলাদেশের প্রতিনিধি-ইউনেস্কো;
- মহাসচিব, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন;
- সদস্য নির্বাহী পর্ষদ, আইসেস্কো;
- সদস্য, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আই.ইউ.টি);
- চেয়ারম্যান, ন্যাশনাল কারিকুলাম কো-অর্ডিনেশন কমিটি;
- সদস্য, বোর্ড অব গভর্নরস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি;
- সদস্য, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ;
- সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়;
- সিন্ডিকেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়;
- সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;
- সদস্য, বোর্ড অব গভর্নরস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
- সিন্ডিকেট সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়;
- সদস্য, ট্রাস্টি বোর্ড, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম;
- সদস্য, বোর্ড অব ডাইরেক্টর্স, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ;
- সদস্য, বোর্ড অব ডাইরেক্টর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ;
- সদস্য, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান;
- চেয়ারম্যান, বাংলাদেশ ক্যাডেট কোর (বি.এন.সি.সি.);
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা;
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা;
- চেয়ারম্যান, বোর্ড অব গভর্নরস, খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা;
- চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট;
- চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড;
- সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ;
- সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস;
- আজীবন সদস্য, বাংলা একাডেমি, বাংলাদেশ;
- সহ-সভাপতি, অফিসার্স ক্লাব, ঢাকা;
- সদস্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এসোসিয়েশন;
- সদস্য, অফিসার্স ক্লাব, ঢাকা;
- সদস্য, উত্তরা অফিসার্স ক্লাব, ঢাকা;
- সভাপতি, বি.সি.এস. ৮৪ ফোরাম;
- আজীবন সদস্য, বি.সি.এস. ৮৪ ফোরাম।