News

Qatar vs Ecuador World Cup 2022 [LIVE]

Qatar vs Ecuador World Cup 2022

ফিফা বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্বকাপ শুরুর আর কিছুক্ষণ  বাকি। আর কিছুক্ষনণপরই শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান,  ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে মরুর দেশ কাতারে।এরপরই পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞের। বাংলাদেশ সময় রাত আটটায় পর্দা উঠবে বিশ্বকাপের। গাজী টিভি, টি স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান।বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান

নোরা ফাতেহির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার শিল্পী লিল ববি গাইবেন এবারের বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’। আর থিম সং-এর সঙ্গে নাচবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা।

এছাড়া জনপ্রিয় ব্যান্ড বিটিএসও গান গাইবে এই অনুষ্ঠানে। ব্যান্ডটির সদস্য জাংকুক ‘ড্রিমার্স’ গানটি গাইবেন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে। এছাড়াও ‘ব্ল্যাক আইড পিস’ ও রবি উইলিয়ামস গান গাইবেন এই আসরে।  এই অনুষ্ঠানে গান গাওয়ার গুঞ্জনও ছিল কলম্বিয়ান পপ তারকা শাকিরারও। তবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৬০ হাজার দর্শক ধারণ সক্ষম আল বাইত স্টেডিয়ামে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত স্টেডিয়ামটি।

কাতার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ

উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক কাতার এবং ইকুয়েডর। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

কাতার বিশ্বকাপ খেলার সময় সূচিঃ

নভেম্বরের ২০ তারিখ হতে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরু । মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী ৩২টি দলকে। প্রতি গ্রুপে ৪টি করে দল রয়েছে। কাতার ও ইকুইডর এর মধ্যকার ম্যাচ এর মাধ্যমে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আসর যা নভেম্বরের ২০ তারিখ বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে। কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সমাপ্তি হবে ডিসেম্বরের ১৮ তারিখ রাত ৯টায় ফাইনাল খেলার মাধ্যমে৷ মাসব্যাপী চলবে ফুটবলের মহাউৎসব।

ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেনঃ

বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে। চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।

ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবেঃ

বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। জনপ্রিয় আরেক টিভি চ্যানেল, গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বলে আশা করা যেতে পারে।

ফিফা ফুটবল বিশ্বকাপ অনলাইনে দেখার উপায়ঃ

বাংলালিংকের টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন। বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। জনপ্রিয় আরেক টিভি চ্যানেল, গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে।

ফিফা ফুটবল বিশ্বকাপ স্কোর জানার উপায়ঃ

FM রেডিও চ্যানেলগুলোতে বরাবরের মত খেলার আপডেট পাওয়া যাবে। ধারণা করা যায় কিছু FM রেডিও চ্যানেল বাংলায় সরাসরি ধারাভাষ্য শোনাবে (উদাহরণ, রেডিও ভূমি), আবার কিছু চ্যানেলে শুধুমাত্র আপডেট পেয়ে যাবেন।

Live FIFA World Cup 2022 TV Channel List:

1. Albania: RTSH Sport, RTSH App
2. Algeria: beIN SPORTS CONNECT Arabia
3. Andorra: TVE La 1, beIN Sports 1
4. Angola: Televisao Publica de Angola, SuperSport MaXimo 1, SuperSport Variety
5. Argentina: TyC Sports Argentina, Las Estrellas, DIRECTV Sports Argentina, DIRECTV Sports App, DeporTV Argentina, TyC Sports Play
6. Armenia: Armenia TV
7. Australia: SBS, SBS On Demand, SBS Viceland
8. Austria: Das Erste, ZDF, ORF 1, BHT 1, Servus TV, ORF TVthek, servustv.com
9. Azerbaijan: Ictimai TV
10. Bahrain: beIN SPORTS CONNECT Arabia
11. Bangladesh: T Sports
12. Belarus: Belarus 5
13. Belgium: Canvas, Tipik, La Une, Één, RTBF Auvio Direct, Sporza, rtbf.be/sport
14. Benin: SuperSport MaXimo 1, SuperSport Variety
15. Bolivia: Tigo Sports Bolivia
16. Bosnia And Herzegovina: HRT 2, BHT 1, Moja TV
17. Botswana: SuperSport MaXimo 1, SuperSport Variety
18. Brazil: SporTV, Globo, SporTV 2, Canais Globo, NOW NET e Claro
19. Brunei Darussalam: Astro Arena, Astro Go
20. Bulgaria: Diema, BNT 1, Play Diema Xtra, BNT 3, Nova TV Bulgaria, bnt.bg, BNT News App, Diema Sport 3

21. Burkina Faso: SuperSport MaXimo 1, SuperSport Variety
22. Burundi: SuperSport MaXimo 1, SuperSport Variety
23. Cambodia: TVK
24. Cameroon: CRTV Sports, SuperSport MaXimo 1, SuperSport Variety
25. Canada: RDS, TSN2, RDS 2, CTV, TSN.ca, TSN App, TSN1, TSN3, TSN4, TSN5, RDS App, CTV App
26. Cape Verde Islands: SuperSport MaXimo 1, SuperSport Variety
27. Central African Republic: SuperSport MaXimo 1, SuperSport Variety
28. Chad: SuperSport MaXimo 1, beIN SPORTS CONNECT Arabia, SuperSport Variety
29. Chile: DIRECTV Sports Chile, DIRECTV Sports App
30. China: CCTV-5, QQ Sports Live, CCTV Sports VIP, Migu
31. Chinese Taipei: ELTA Sports 1, ELTA Sports 2
32. Colombia: Caracol TV, RCN Television, DIRECTV Sports Colombia, DIRECTV Sports App, Deportes RCN En Vivo, Caracol Play
33. Comoros: SuperSport MaXimo 1, SuperSport Variety
34. Congo: SuperSport MaXimo 1, SuperSport Variety
35. Congo Dr: SuperSport MaXimo 1, SuperSport Variety
36. Cook Islands: Sky Sport 7 beIN Sports
37. Costa Rica: Sky HD, TUDN
38. Croatia: HRT 2
39. Cyprus: RIK 2
40. Czech Republic: ČT Sport

Related Articles

Back to top button