result.dghs.gov.bd – MBBS Result 2022
result.dghs.gov.bd – MBBS Result 2022: মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে। আজকে ৫ এপ্রিল ২০২২ তারিখ বিকেলে ঘোষণা করা হয় এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল।
Table of Contents
result.dghs.gov.bd
মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল ২, ২০২২ তারিখে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লক্ষ 22 হাজার পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনে উক্ত পরীক্ষা নেওয়া হয়েছিল দেশের ৫৭টি পরীক্ষা কেন্দ্রে।
MBBS Result 2022
আপনি কি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করতে চাচ্ছেন? তাহলে এ লেখাটি আপনার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজেই ইন্টারনেট এবং মোবাইল মেসেজের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২
এখানে উল্লেখ করা প্রয়োজন, এ বছর প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ দেওয়া হবে। এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজে অনেক আসন রয়েছে।
সরকারি মেডিকেল কলেজে লেখাপড়ার খরচ তুলনামূলক অনেক কম। বেসরকারি মেডিকেল কলেজে পড়তে হলে প্রচুর টাকার প্রয়োজন। বিদেশী বই এবং কঙ্কালের দাম অনেক। সেজন্য সামর্থ্যবান মানুষরা সরকারি মেডিকেল কলেজে চান্স না পেলে বেসরকারিতে ভর্তি হয়।
কিভাবে অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে হবে
খুব সহজেই অনলাইনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে এবার আমরা আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
Check Medical Admission Result 2022
আপনি যে কোন ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে পারেন। তবে ভালো হয় মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম ব্যবহার করলে। কারণ এসব বাজার থেকে দ্রুত যেকোনো ওয়েবসাইট ভিজিট করা যায়।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট
ফলাফল দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
- প্রথমে ইন্টারনেট কানেকশন অন করুন। অথবা ওয়াইফাই কানেকশন এর সাথে যুক্ত হন।
- আপনার পছন্দমত একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
- এরপর এই (https://result.dghs.gov.bd/) লিংকটি টাইপ করুন অথবা এখান থেকে কপি করুন।
- কয়েক সেকেন্ডের ভেতর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে।
- Medical Admission Result 2020-21 লেখার উপর ক্লিক করুন। তাহলে ছবিতে প্রদর্শিত রকমের একটি অপশন আসবে।
- মেডিকেল ভর্তি পরীক্ষার রোল এখানে লিখতে হবে। সবশেষে রেজাল্ট বাটনে ক্লিক করলে কাংখিত রেজাল্ট দেখা যাবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২২
তোমাদের সুবিধার্থে আমরা রেজাল্ট দেখার ওয়েবসাইটকে বিস্তারিতভাবে বর্ণনা করছি। তোমার ফলাফল দেখার পর নিচে প্রদর্শিত ছবির মত লেখা আসবে। সেখানে উল্লেখ থাকবে তোমার মেরিট পজিশন কত এবং তুমি কোন মেডিকেল কলেজের জন্য নির্বাচিত হয়েছো।
মেডিকেল ভর্তি পরীক্ষার ওয়েটিং লিস্ট (Waiting List) রেজাল্ট
মেডিকেল ভর্তি পরীক্ষা অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট রেজাল্ট প্রকাশ করা হয়েছে। খুব সহজেই অপেক্ষমান তালিকা ডাউনলোড করা যাবে। এজন্য DGHS gov bd website visit করতে হবে।
ওয়েবসাইট ভিজিট করার পর এমবিবিএস রেজাল্ট লিখার উপর ক্লিক করতে হবে। তারপর আপনার ভর্তি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে। এবং সবশেষে রেজাল্ট বাটনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষা মাইগ্রেশন সিস্টেম
মেডিকেল ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন সিস্টেম টা একটু আলাদা। কাঙ্খিত মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হয়। ভর্তির পর উক্ত কলেজ থেকে মাইগ্রেশন এর ফরম সংগ্রহ করতে হয়। এবং প্রয়োজনীয় সমস্ত নির্দেশনা কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়।
মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ড শিক্ষার্থী
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৯১৫ শিক্ষার্থী। যা বিগত যে কোনো বছরের তুলনায় সর্বোচ্চ।
শুক্রবার সকাল ১০টায় দেশের ৫৭টি ভেন্যুতে পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা চলে ১১টা পর্যন্ত। ১৮টি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজে ১৯টি কেন্দ্রের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এবারের এমবিবিএস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় আবেদন করেন ১ লাখ ৫৩ হাজার ৯১৫ শিক্ষার্থী।
এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছেন ৬১ হাজার ৬৭৮ জন প্রার্থী। মেডিকেল কলেজের একটি আসনের বিপরীতে ৩৩ জন করে প্রার্থী অংশ নিয়েছেন। যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে মন্ত্রী কেন্দ্রে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে মিডিয়া ব্রিফিং করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো। পরীক্ষার প্রশ্নপত্র মানসম্পন্ন হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। পরীক্ষা নিয়ে কোনো কোনো মহল প্রপাগান্ডা ছড়াতে তৎপর থাকতে পারে। এ ব্যাপারে শিক্ষার্থীসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র বহনকারী গাড়িটিও আমরা ডিজিটাল মনিটরিংয়ের আওতায় রেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রশ্নফাঁস সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার আগেই আমরা সেরকম দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। অভিভাবকদের শুধু এটুকু বলতে চাই, তারা যেন বাইরের কোনো উসকানিতে কান না দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও কঠোরতার মাধ্যমে এই পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করবে।’
পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এনায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।