এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২
এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ২০২২: আপনি কি ২০২২ সালের জন্য এসএসসি রেজাল্ট খোঁজ করছেন অনলাইনে ? তাহলে আপনি আসছে সঠিক ওয়েব সাইটে । SSC Result 2022 দেখার সহজ নিয়ম জানবেন আজকে। কিছু দিন আগেই শেষ হলো এবারের এসএসসি পরীক্ষাগুলো । গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হয়।
১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিলেন ১৫ লাখ ৯৯ হাজারের বেশি।
Table of Contents
এসএসসি রেজাল্ট ২০২২ কবে দিবে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ নভেম্বর (সোমবার) প্রকাশ করা হতে পারে। আগামী ২৮, ২৯ বা ৩০ নভেম্বর ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন বলে জানা গেছে। তাই আগামী ২৮ নভেম্বর ফল প্রকাশের সম্মতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে ৬০ দিন শেষ হবে ২৮ নভেম্বর ২০২২ । সে হিসেবে নভেম্বরে শেষেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা করছি।
SSC Result 2022
এসএসসি ফলাফল ২০২২
আমাদের এই ব্লগ পোষ্টটির মাধম্যে আপনি পাবেন সকল বোর্ডের SSC Exam Result 2022 ঢাকা বোর্ডের এসএসসি রেজাল্ট , কুমিল্লা বোর্ডের এসএসসি রেজাল্ট, চট্টগ্রাম বোর্ডের এসএসসি রেজাল্ট, রাজশাহী বোর্ডের এসএসসি রেজাল্ট, যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট, বরিশাল বোর্ডের এসএসসি রেজাল্ট, সিলেট বোর্ডের এসএসসি রেজাল্ট, দিনাজপুর বোর্ডের এসএসসি রেজাল্ট, ময়মনসিংহ বোর্ডের এসএসসি রেজাল্ট ও মাদ্রাসা বোর্ডের এসএসসি রেজাল্ট।
কবে দিবে এসএসসি রেজাল্ট 2022?
পরীক্ষা শেষ কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২ কবে প্রদান করবে এটা নিয়ে অনেক চিনন্তি তাই না তবে রেজাল্ট করে দেব এটা নিয়ে মাথা নষ্ঠ করার মতো কিছু নেই কারন কবে রেজাল্ট প্রদান করবে তার সঠিক সময় আজকে আমরা প্রকাশ করবো । প্রতি বছরের মত ঠিক একই সময়ে আবারো এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে ।
সরকারি সূত্রে মতে এবারের SSC Result 2022 প্রকাশ করা হবে ৩০ নভেম্বরের মধ্যে । দুপুর দুই ঘটিকায় সারা দেশে একসাথে রেজাল্ট প্রকাশ করা হবে বাংলাদেশের সবগুলো বোর্ডে। সেই দিনে প্রকাশ করা হবে এসএসসি সমমানের দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফলও। উক্ত দিনে আপনি চাইলে দুপুর ২ টার পরে থেকে ওয়েব সাইটে সরাসারি ফলাফল দেখতে পারবেন । এবং মোবাইল ফোন এর মাধেম্যে এসএমএস করে ও ফলাফল দেখতে পারবেন ।
এসএসসি রেজাল্ট কিভাবে দেখব?
এসএসসি রেজাল্ট প্রকাশ হবার সাথে সাথে বা দ্রুত SSC Result 2022 দেখার জন্য আমরা দুটি পদ্ধতি অনুসরণ করতে পারি ।
- অনলাইনের মাধ্যমে (২টি সার্ভার)
- মোবাইল এসএমএস এর মাধ্যমে (চার্জ প্রযোজ্য)
SSC Result 2022 Kivabe Dekben?
অনেকেই প্রশ্ন করে এসএসসি ফলাফল ২০২২ কিভাবে দেখবো ? যাদের মনে এই প্রশ্ন তাদের কে বলছি পোষ্টটি মনযোগ দিয়ে পড়ুন তাহলেই আপনি নিজেই অনলাইনের মাধ্যমে ২০২২ এসএসসি ফলাফল বের করে দেখতে পারবেন ।
অনলাইনে এসএসসি ফলাফল দেখার জন্য দুটি ওযেবসাইট আছে । আপনি চাইলে যেকোন একটি ওয়েব সাইটের মাধ্যমে আনার এসএসসি রেজাল্ট জানতে পারবেন। নিচে আমরা এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার প্রক্রিয়া আলোচনা করব
এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীটসহ
আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার ও আপনার প্রিয়জনের ফলাফল দেখতে পারবেন । আমাদের এই পোষ্ট এ থাকবে কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীটসহ ডাউনলোড করতে পারবেন । তাহলে চলুন দেখা যাক কিভাবে সহজে রেজাল্ট দেখা যাবে ।
রেজাল্ট দেখার সব চাইতে ভালো মাধ্যম হলো অনলাইন কিন্তু বন্ধুরা তোমাদের যে দিন রেজাল্ট প্রকাশ করা হয় যে দিন অধিক ভিজিটর এর কারণে রেজাল্ট দেখার ওয়েব সাইট গুলো সারভার ডাউন হয়ে যায় । তাই আমরা অনেক রেজাল্ট দেখতে পাইনা । কিন্তু তুমি যদি কিছু ক্ষণ পরে আবার চেষ্ঠা করো তাহলে রেজাল্ট দেখতে পারবে ।
সার্ভার: ১
- প্রথমে আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে https://eboardresults.com
- তারপর Examination হিসেবে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করতে হবে
- Year বছর 2022 সিলেক্ট করতে হবে
- পরীক্ষা Board Name সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- Result Type এর ঘরে Individual Result সিলেক্ট করতে হবে
- Roll Number সঠিকভাবে বসাতে হবে
- Registration Number সঠিকভাবে বসাতে হবে
- Security Key এই ঘরে ছবিতে উল্লেখিত ৪ টি সংখ্যা সামনের ফাঁকা করে বসাতে হবে
- এখন Get Result বাটনে এ ক্লিক করলে ফলাফল চলে আসবে!
এভাবে খুব সহজেই আপনি আপনার এসএসসি রেজাল্ট জানতে পারবেন। আরও একটি সার্ভারের মাধ্যমে আপনারা ফলাফল জানতে পারবেন, সেটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
এসএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম
অনলাইনে এডুকেশন বোর্ড এর মাধ্যমে আপনারা সহজেই এসএসসি মার্কশিটসহ রেজাল্ট দেখে নিতে পারবেন। নিচের ধাপ গুলো অনুযায়ী সহজেই রেজাল্ট দেখে নিতে পারবেন:
সার্ভার: ২
- প্রথমে আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে http://www.educationboardresults.gov.bd
- তারপর Examination হিসেবে SSC/Dakhil/ সিলেক্ট করতে হবে
- Year বছর 2022 সিলেক্ট করতে হবে
- পরীক্ষা Board Name সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- Roll Number সঠিকভাবে বসাতে হবে
- Registration Number সঠিকভাবে বসাতে হবে
- দুটি সংখ্যার যোগফল/বিয়োগফল/গুণফল/ভাগ এর মান সংখ্যা সামনের ফাঁকা করে বসাতে হবে
- এখন Submit বাটনে এ ক্লিক করলে ফলাফল চলে আসবে!
SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরূপ: DAKHIL MAD 123456 2022 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ স্বরূপ: SSC TECH 123456 2022 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর জেনে নিন
- Dhaka Board= DHA
- Barisal Board=BAR
- Sylhet Board = SYL
- Comilla Board = COM
- Chittagong Board = CHI
- Rajshahi Board = RAJ
- Jessore Board = JES
- Dinajpur Board = DIN
- Mymensingh Board = MYM
- Madrasah Board = MAD
- Technical Board= TEC
Important Information About SSC Result 2022
Result Published Date | 30 November 2022 |
Result Link | Check Here |
Total Student | 20,21,868 |
শেষ কথা: আশা করি উপরোক্ত নিয়ম অনুসরণ করলে, আপনি খুব সহজেই নিজে নিজে ফলাফল বের করতে পারবেন, ফলাফল পেতে কোন সমস্যা হলে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/iChakrirDunia/ এই পেজে গিয়ে বোর্ডের নাম, রোল, রেজিঃ নম্বর কমেন্ট অথবা মেসেজ করুন, আমরা চেস্টা করব আপনাকে অতি দ্রুত রেজাল্ট দেয়ার জন্য