FestivalValentine's Day

ভালোবাসা দিবসের কবিতা | Valentine’s Day Wishes 2022

ভালোবাসা দিবসের কবিতা, ভালোবাসা দিবসের ছন্দ

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

ভালোবাসা দিবসের শুভেছা ২০২২

ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা,বাড়িতে কোনো পোষ্য প্রাণীর বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে, এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

ভালোবাসা দিবসের নতুন কবিতা

ছেড়ে যাওয়ার তো অনেক কারণ থাকে।
তবে ভালোবাসার একটি কারণই থাকে!
সেটি হলো, “আমি তোমাকে ভালোবাসি”♥

যদি দেখা না হয়
ভেবো না দূরে আছি…
যদি কথা না হয়
ভেবো না ভুলে গেছি…
যদি না হাসি
ভেবো না অভিমান করেছি…
যদি ফোন না করি
ভেবো না হারিয়ে গেছি…
শুধু মনে রেখো
খুব ভালোবাসি তোমায়♥

যতোটা জানো তুমি
তার চেয়েও বেশি তোমায় ভালোবাসি♥

ভালোবাসি যতোটা, বোঝাতে পরিনি
সেটা ঠিক কতটা,
তবে বলতে পারি এতোটা, আমি নিজের
হইনি যতোটা, তার থেকেও
বেশি তুমি আমার ভেতর বাহির পুরোটা♥

মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি♥

 

ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন,যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা♥

ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে♥

 

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য♥

ভালোবাসা দিবসের শুভেছা ২০২২

line

সরাসরি দেখুন:ভালোবাসা দিবসের শুভেছা ২০২২

line

সরাসরি দেখুন: ভালোবাসা দিবসের এসএমএস

line

সরাসরি দেখুন: ভালোবাসা দিবসের উক্তি 

line

সরাসরি দেখুন: ভালোবাসা দিবসের কবিতা

line

সরাসরি দেখুন: ভালোবাসা দিবসের ছন্দ

line

সরাসরি দেখুন: ভালোবাসা দিবসের স্ট্যাটাস

line

সরাসরি দেখুন: ভালোবাসা দিবসের ছবি

line

Related Articles

Back to top button