৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আর এবার নির্বাচনের প্রার্থী, ভোটার ও নাগরিকদের বিভিন্ন তথ্য দিতে অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জানা যাবে ভোটার নম্বর, কেন্দ্রের নাম, লোকেশন, ভোট পড়ার হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তথ্য।
অ্যাপটি ফোনে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে অ্যাপটি ব্যবহার করতে হয়। পরবর্তীতে কেন্দ্রের নাম, কেন্দ্রের লোকেশন, ভোটার নম্বর, প্রার্থীদের নাম ও ছবি প্রভৃতি তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ দিলেই নিমিষেই পাওয়া যাবে চাহিদা মোতাবেক তথ্য।
Table of Contents
ব্যবহারবিধি
ধাপ-১: গুগল প্লে স্টোর থেকে Smart Election Management BD নামের এই অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড করে অ্যাপটি ক্লিক করুন। ক্লিক করার পর ভাষা নির্বাচন করুন।
ধাপ-২: ভাষা নির্বাচনের পর এনআইডি কার্ডের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
ধাপ-৩: রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার তথ্য সমূহ ডিসপ্লেতে প্রদর্শন হবে। আপনার ভোটার নম্বর, ভোটার সিরিয়াল নম্বর, সেন্টারের ঠিকানা। তথ্য অনুযায়ী আপনি দ্বাদশ নির্বাচনে আপনার মূল্যবান ভোট প্রদান করতে সক্ষম হবেন।
ধাপ-৪: পুনরায় আপনার বা অন্য জনের ভোটার তথ্য দেখতে উপরের সার্চ আইকনে ক্লিক করে এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ প্রদান করে তথ্য অনুযায়ী আপনি দ্বাদশ নির্বাচনে আপনার মূল্যবান ভোট প্রদান করতে সক্ষম হবেন।
প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।