FestivalNewsOthers

Pohela Boishakh 2022 Bangladesh

পহেলা বৈশাখের ছবি | পহেলা বৈশাখ ছবি | নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস | নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ২০২২

“বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ

বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ!

জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা

বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা।”

পহেলা বৈশাখ বাঙালী জাতির হাজার বছরের প্রানের উৎসব। এই দিনে পূরোনো জীর্ন অস্তিত্বকে বিদায় দিয়ে আমরা সতেজ-সজীব নবীন এক জীবনকে বরণ করে নেই। বছর ঘুরে আমরা পদাপর্ন করতে যাচ্ছি নতুন বছর ১৪২৯ এ। নতুন বছর আমাদের সকলের জন্য আনন্দ ও মঙ্গল বয়ে আনুক।

“ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ”

বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আবার এলো নববর্ষ। নতুন বছরটি আমাদের জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।

পহেলা বৈশাখ পিকচার

১লা বৈশাখ ২০২২

1la boishak

১লা বৈশাখ পিকচার

১লা বৈশাখ

boishakh

এসো হে বৈশাখ

নববর্ষ ১৪২৯

নববর্ষ

পহেলা বৈশাখ ছবি

পহেলা বৈশাখ কত তারিখ

পহেলা বৈশাখ কত তারিখ 2022

পহেলা বৈশাখ ২০২২

পহেলা বৈশাখ ২০২২ বাংলাদেশ

পহেলা বৈশাখ পিক

পহেলা বৈশাখ পিকচার

পহেলা বৈশাখ

বৈশাখ ২০২২

বৈশাখ কত তারিখ

হালখাতা ১লা বৈশাখ

শুভ নববর্ষ

বৈশাখ

বৈশাখ পিকচার

বৈশাখ ছবি

 

পহেলা বৈশাখ এসএমএস

নতুন আশা নতুন প্রান
নতুন হাসি নতুন গান,
নতুন সকাল নতুন আলো
নতুন দিন কাটুক ভালো,
দুঃখকে ভুলে যাই
নতুন কে স্বাগত জানাই।

 

পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।

 

তুন পোশাক নতুন সাঁজ, নতুন বছর শুরু আজ,
মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি

 

ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় শুভ নববর্ষ।

 

বার মাসে তের পার্বণ এবার এলো বলে,
বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!!
নতুন বছরে আসুক শুধু আনন্দের স্পর্শ,,
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ

 

বৈশাখের কবিতা

নীল আকাশের মেঘের ভেলায়,

ঘাসের উপর শিশির কনায়,

প্রজাপতির রঙ্গীন ডানায়,

ফালগুনের ফুলের মেলায়,

একটা কথা তোমাকে জানাতে চাই শুভ ১ লা বৈশাখ ।

 

আম পাতা জোড়া জোড়া,

নতুন সব দিচ্ছে সাড়া ,

ভাল থেকো ,

সুখে থেকো ,

আর আমার কথাটি মনে রেখ।”শুভ নববর্ষ”

 

বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য।

আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আসা।

আর নতুন হোক আজকের ভালবাসা।

“শুভ নববর্ষ”

নিশি যখন ভোর হবে।

সুখ তারা নিভে যাবে,

আসবে একটা নতুন দিন,

দুঃখ হতাশা যাও ভুলে,

হাসি আনন্দ নিও তুলে,

বছরটা হোক অমলিন। *শুভ নববর্ষ

 

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,

একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।

নতুন বছর এসেছে,

তাকে যত্ন করে রেখো,

স্বপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। শুভ নববর্ষ

 

যেটুকু ভুল ছিল সুধরে নিব,

না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,

সবারে বাসবো ভাল,

এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর। শুভ নববর্ষ

 

জাগুক হৃদয়েতে নব আনন্দ,

সঙ্গীতে দাও নতুন ছ্ন্দ,

দুর করে দিয়ে সকল দুঃখ,

আস হে নতুন আস। “শুভ নববর্ষ” 

 

তুমি সুন্দর,

সুন্দর তোমার মন,

তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন,

পাশে থাকুক তোমার সকল আপনজন। “শুভ নববর্ষ ” 

 

নতুন পোশাক নতুন সাজ।

নতুন বছর শুরু আজ।

মিষ্টি মন, মিষ্টি হাসি,

শুভেচ্ছা জানাই রাশি রাশি” *শুভ নববর্ষ*

বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আবার এলো নববর্ষ। নতুন বছরটি আমাদের জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

Related Articles

Back to top button